ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

KPS Recruitment 2022: কেপিএস পদে কয়েক হাজার শূন্যপদে নিয়োগ বিস্তারিত জানুন

KPS Recruitment 2022
KPS Recruitment 2022
Rate this post

KPS Recruitment 2022: ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। রাজ্যে কৃষি প্রযুক্তি সহায়ক (কেপিএস) পদে নতুন কর্মী নিয়োগ করতে চাইছে কৃষিদপ্তর। এখন শূন্যপদ প্রায় ৪ হাজার। গ্রামে কৃষি সংক্রান্ত ‘ফিল্ড লেভেলের’ বিভিন্ন কাজে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁরা চাষের জমিতে নজরদারি করেন। কৃষিদপ্তরের বিভিন্ন পরামর্শ ও সুপারিশ কৃষকদের কাছে পৌঁছে দেন। বিভাগীয় ডিরেক্টরেট থেকে কেপিএস নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। এরপর অর্থদপ্তরের অনুমোদন নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় কৃষিদপ্তর।  দপ্তর সমস্ত শূন্যপদই পূরণ করতে চায়।

এর আগে ২০১৬ সালে ৮১৮ জন কেপিএস নিয়োগের জন্য পিএসসি বিজ্ঞপ্তি জারি করেছিল। লিখিত পরীক্ষার ভিত্তিতে ২০১৮ সালে ৮০৬ জনের নাম চূড়ান্ত হয়। বিভিন্ন জেলায় তাঁরা কাজে যোগ দেন। এরপর কৃষিদপ্তর কয়েক মাসের প্রশিক্ষণ দেয় তাঁদের। দপ্তর সূত্রের খবর, তাঁদের মধ্যে শ’খানেক কেপিএস অবশ্য চাকরি ছেড়েও দিয়েছেন। আপাতত রাজ্যে সবমিলিয়ে ৮১৫ জন কেপিএস কাজ করছেন। 

আরও পড়ুন: অষ্টম-দশম পাশে ফুড কর্পোরেশনে 5000 শুন্য পদে নিয়োগ

আরও পড়ুন: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ বিস্তারিত জানুন

রাজ্যে কেপিএস-এর অনুমোদিত পদের সংখ্যা ৪,৭৫৯। কৃষিদপ্তরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, কেপিএস নিয়োগ দ্রুত হবে বলেই আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। 

গতবারে চাকরির পরীক্ষায় সফল হয়ে কেপিএসের চাকরি ছেড়েছেন অনেকেই। তাই কেপিএস নিয়োগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের বৃত্তিমূলক শাখায় কৃষি বিষয়ে পড়াশোনা করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। এই ধরনের প্রার্থীদের পক্ষে কেপিএসের চাকরি ছেড়ে যাওয়ার প্রবণতা তেমন থাকবে না বলেই মনে করছেন কৃষিদপ্তরের আধিকারিকরা।

Leave a Reply