ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Asha Worker Recruitment 2022: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ বিস্তারিত জানুন

Asha Worker Recruitment 2022
Asha Worker Recruitment 2022
Rate this post

Asha Worker Recruitment 2022: BARASAT SDO Asha Worker Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Asha Worker Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

Asha Worker Recruitment 2022: মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ বিস্তারিত জানুন

অনেক মহিলাই পরিবারের পাশে দাঁড়াতে চান, কিন্তু হন্যে হয়ে ঘুরে বেরিয়েও মিলছে না কোনও চাকরি। সরকারি চাকরি বিজ্ঞপ্তিও নিয়মিত প্রকাশিত হচ্ছে না, সেই কারণে যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও বিস্তর সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিবাহিত, বিধবা অথাব বিবাহ-বিচ্ছিন্না মহিলাদের জন্য এবার বড় সুযোগ। উত্তর ২৪ পরগণা জেলায় এবার আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১০ জুন ২০২২ অবধি এই পদে আবেদন করা যাবে।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

এই পদে আবেদনের জন্য মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করে থাকতে হবে এবং সমাজসেবা মূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন, তবে সেই যোগ্যতার জন্য অগ্রাধিকার মিলবে না। এছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। বিবাহিত, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২২ এর হিসেবে আবেদনকারীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি

এই পদে শুধুমাত্র অফলাইনেই আবেদন করা যাবে। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র যোগ করে তা একটি খামে করে স্থানীয় বিডিও অফিসের ড্রপবক্সে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথি

১. ঠিকানার প্রমাণপত্র

২. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র

৩. প্রার্থীর বয়সের প্রমাণপত্র

৪. প্রার্থীয় জাতিগত শংসাপত্র

৫. সাম্প্রতিক তোলা ও সই করা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি।

৬. ভোটার কার্ড ও আধার কার্ডের জেরক্স কপি

৭. বিবাহিত হলে ম্যারেজ সার্টিফিকেট, বিধবা হলে স্বামীর মৃত্যুর শংসাপত্র এবং বিবাহ বিচ্ছিন্না হলে তাঁর শংসাপত্র

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

OFFICE OF THE BLOCK DEVELOPMENT OFFICER, AMDANGA, BARASAT-I, BARASAT- II, HABRA-I, HABRA-II,DEGANGA AND RAJARHAT BLOCK.

bengaliportal

 

Official Website: Click Here
Notification: Click Here
Application Form: Click Here

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।

Leave a Reply