মোটর বাইকে করে তিনজন মেদিনীপুর রুটে যাওয়ার সময় মেদিনীপুর থেকে দাসপুরগামী একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,ঘটনায় মৃত্যু হয় একজনের, আশঙ্কাজনক অবস্থায় আরো দুই মোটর বাইক আরোহী।আর এরপরেই, তীব্র উত্তেজনায় ফেটে পড়ে এলাকার মানুষজন।
ঘাতক গাড়িটিকে আটকে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় তারা। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ আসলেওপরিস্থিতির কোন উন্নতি হয়নি। উত্তেজিত জনতা ক্ষোভে পুলিশের সামনে ভেঙে চুরমার করে ফেলল ঘাতক গাড়িটিকে। ঘটনাস্থলে রয়েছে তীব্র উত্তেজনা।পুলিশ সূত্রে খবর, মৃতের নাম গুরুবাড়ি টুডু(৫৫),বাড়ি দাসপুর থানার ডিহিচেতুয়ায়।