Bengaliportal: আগামী 10 জুন প্রকাশিত হতে চলছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল 2022। মাধ্যমিকের ফলপ্রকাশের দিনই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। জানানো হয়েছে, আগামী শুক্রবার অর্থাৎ 10 জুন সকাল 10 টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। বেলা 11 টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। প্রসঙ্গত, পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে।
WB Class 12 HS Exam Result: 10 জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, জানুন কোথায় কীভাবে দেখা যাবে ফল
অতিমারির জেরে 2021 সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি। এ বছর পরীক্ষা হলেও, পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে নিজের স্কুলেই অর্থাৎ হোম সেন্টারেই পরীক্ষা নেওয়া হয়। রাজ্যে এবার প্রায় সাড়ে 7 লক্ষ পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গত 2 এপ্রিল উচ্চমাধ্যমিক পরীক্ষা 2022 শুরু হয় রাজ্যে। 27 এপ্রিল ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা শেষের 44 দিনের মাথায় এবার ফলপ্রকাশ করা হচ্ছে। এ বছর ছাত্রদের থেকে প্রায় 71 হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন।
যে ওয়েবসাইটগুলিতে উচ্চমাধ্যমিকের ফলাফল 2022 জানবেন পারবেন:
- wbresults.nic.in
- www.exametc.com
- www.results.sikksha
- results.shiksha
- indiaresults.com
- jagranjosh.com
- education-today
- indiatoday.in
উচ্চমাধ্যমিক 2022 (WB Class 12 HS Exam Result) পরীক্ষার ফল জানার পদ্ধতি:
- wbresults.nic.in বা exametc.com সাইটে যেতে হবে।
- হোম পেজে ‘ক্লাস 12 বোর্ডের ফলাফল’ লিঙ্কটিতে ক্লিক করুন।
- ফলাফল জানতে পরীক্ষার্থীদের তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বরটি দিতে হবে।
- সাবমিট অপশনে ক্লিক করুন।
- এরপরেই স্ক্রিনে ফুটে উঠবে পরীক্ষার ফল।
- কোনও পরীক্ষার্থী যদি ফল দেখে সন্তুষ্ট না হন, তাঁর মনে হয় আরও বেশি নম্বর প্রাপ্য, তাহলে পুনঃমূল্যায়নের জন্য আবেদন জানাতে পারেন।
- ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটি হার্ড কপি প্রিন্ট নিয়ে রাখুন।
আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগ
তবে পড়ুয়াদের মাথায় রাখতে হবে, লক্ষ লক্ষ পরীক্ষার্থী একইসঙ্গে ফল জানার জন্য ওয়েবসাইটে চোখ রাখবেন। ফলে ওয়েবসাইটের মাধ্যমে উচ্চমাধ্যমিকের ফল জানার ক্ষেত্রে বিলম্ব বা সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের।
এসএমএসের মাধ্যমেও জানতে পারবেন উচ্চমাধ্যমিকের ফলাফল:
উচ্চমাধ্যমিকের ফলাফল মোবাইল অ্যাপ এবং এসএমএস-র মাধ্যমেও জানা যেতে পারে। তার জন্য WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে 5676750 নম্বরে। এছাড়া www.exametc.com-এ প্রি-রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে ফল প্রকাশিত হওয়ার পরই রেজাল্ট পাওয়া যাবে এসএমএস মারফত।
পরীক্ষার্থীরা নিজের স্কুলেও গিয়ে ফল জানতে পারবেন। ফলাফল প্রকাশের দিনই নিজ নিজ স্কুল থেকে তাঁদের মার্কশিট সংগ্রহ করতে পারবেন পড়ুয়ারা।