সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ – CRPF Group-B and Group-C Recruitment 2023: Central Reserve Police Force(CRPF) এর পক্ষ থেকে Group-B এবং Group-C এর বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।
ভারতের যেকোনো রাজ্যের বাসিন্দারাই আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ছেলে এবং মেয়েরা আবেদন করতে পারবেন।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগের যোগ্যতা, আবেদন মূল্য, বয়সসীমা ইত্যাদি বিষয় সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ – CRPF Group-B and Group-C Recruitment 2023
পদের নাম
সাব ইন্সপেক্টর (Radio Operator/Crypto/Technical)
SI(Civil)
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (Technical/Draughtsman)
মোট শূন্যপদ
মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২১২ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন
২৯২০০ টাকা থেকে ১১২৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে প্রতি মাসে। বিভিন্ন পদগুলির জন্য বেতনক্রম আলাদা। এই বিষয়ে আপনারা বিশদে জানতে চাইলে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
আবেদন শুরু
১/০৫/২০২৩
আবেদন শেষ
২১/০৫/২০২৩
বয়সসীমা
সাব ইন্সপেক্টর: ৩০ বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
SI – ২১ থেকে ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Asst. Sub Inspector: ১৮ থেকে ২৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সের ছাড় পাবেন।
আবশ্যিক যোগ্যতা
Sub-Inspector(RO): অংক ফিজিক্স বা কম্পিউটার বিষয় নিয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
Sub-Inspector (Crypto): অংক বা ফিজিক্স বিষয় নিয়ে ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
Sub-Inspector (Technical): BE বা বি টেক করা থাকতে হবে অথবা প্রধান সাবজেক্ট হিসেবে টেলিকমিউনিকেশন বা কম্পিউটার থাকতে হবে।
Sub-Inspector (Civil) (Male): সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে তিন বছরের ইন্টারমিডিয়েট ডিগ্রী থাকতে হবে।
Assistant Sub-Inspector(Technical): মাধ্যমিক পাস সহ তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে রেডিও ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে। অথবা ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স নিয়ে গ্রাজুয়েট হতে হবে।
Assistant Sub-Inspector(Draughtsman): ইংরেজি, বিজ্ঞান ও অংক নিয়ে স্বীকৃত কোন বিদ্যালয়ে থেকে মাধ্যমিক পাস হতে হবে। এছাড়া তিন বছরের Draughtsman কোর্স করা থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি
প্রথমে লিখিত পরীক্ষা হবে। উত্তীর্ণ প্রার্থীদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি বিভাগে Group-C কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের জেলায় মেডিকেল স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: WBPSC পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জাহাজ তৈরি কারখানায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি
- আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীতে হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চাকরি
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে MTS পদে চাকরি
- আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে BSF হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি সিজিএল নিয়োগ 2023
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে বিভিন্ন পদে চাকরি
আবেদন মূল্য
গ্রুপ বি পদের জন্য আবেদনমূল্য ২০০ টাকা এবং গ্রুপ সি পদের জন্য আবেদন মূল্যে ১০০ টাকা ধার্য করা হয়েছে।
তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য এবং মহিলাদের জন্য কোনরকম আবেদন মূল্য লাগবে না।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। https://rect.crpf.gov.in ওয়েবসাইট থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
Important Links
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website:Click Here