ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

জাহাজ তৈরি কারখানায় কর্মী নিয়োগ 2023 – GSL Recruitment 2023

GSL Recruitment 2023
GSL Recruitment 2023
Rate this post

জাহাজ তৈরি কারখানায় কর্মী নিয়োগ 2023 – GSL Recruitment 2023: গোয়া শিপইয়ার্ড লিমিটেড মোট ১৫ টি শূন্যপদে Assistant Manager (Mechanical), Assistant Manager (Naval Architecture) সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদন করা জন্য প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২৪ মে ২০২৩ তারিখ পর্যন্ত। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

জাহাজ তৈরি কারখানায় কর্মী নিয়োগ 2023 – GSL Recruitment 2023

নিয়োগ সংস্থাGOA SHIPYARD LIMITED (GSL)
পদের নামAssistant Manager (Mechanical), Assistant Manager (Naval Architecture) সহ বিভিন্ন
মোট শূন্যপদ১৫ টি
বেতন (₹)৪০,০০০/- থেকে ১,৪০,০০০/-
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.goyashipyard.im

জাহাজ তৈরি কারখানায় কর্মী নিয়োগ 2023 – GSL Recruitment 2023

পদের নাম (Post Name)

গোয়া শিপইয়ার্ড লিমিটেড এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে –

  • Assistant Manager (Mechanical)
  • Assistant Manager (Naval Architecture)
  • Assistant Manager (Electrical)

GSL Recruitment 2023 মোট শূন্যপদ

GSL Assistant Manager (Mechanical) Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ১৫ টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Assistant Manager (Mechanical)০৬ টি
Assistant Manager (Naval Architecture)০৫ টি
Assistant Manager (Electrical)০৪ টি

GSL Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং সহ টেকনোলজি সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

GSL Recruitment 2023 বয়সসীমা

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩০ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

GSL Recruitment 2023 বেতন

GSL Assistant Manager (Mechanical) 2023 তে নির্বাচন প্রার্থীদের প্রতিমাসে ৪০,০০০/- থেকে ১,৪০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

GSL Recruitment 2023 আবেদন পদ্ধতি

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের জন্য এখানে অনলাইনে আবেদনের সুবিধা রয়েছে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে www.goyashipyard.in এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর Careers অপশনে ক্লিক করে GSL Careers তে গিয়ে Apply Now তে ক্লিক করে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করা জন্য OBC/GEN প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৫০০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের জন্য কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

GSL Assistant Manager (Mechanical) Recruitment 2023 তে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ২৪ মে ২০২৩।

GSL Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৫.০৪.২০২৩
আবেদন শুরু২৫.০৪.২০২৩
আবেদন শেষ২৪.০৫.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিঙ্ক: Apply Here

Leave a Reply