ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ – NCERT Lower Division Clerk Recruitment 2023

NCERT Lower Division Clerk Recruitment 2023
NCERT Lower Division Clerk Recruitment 2023
Rate this post

কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ – NCERT Lower Division Clerk Recruitment 2023: রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের National Council of Educational Research and Training (NCERT) দপ্তরে প্রচুর শূন্য গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাটেনডেন্ট, ফ্লোর অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। কোন কোন পদে আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স সীমা কত হতে হবে, কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে। NCERT Lower Division Clerk Recruitment Notification 2023.

কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ – NCERT Lower Division Clerk Recruitment 2023

NCERT দপ্তরে নিয়োগের ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে মোট ৬৫ টি পদ রয়েছে। যার মোট শূন্য পদের সংখ্যা ৩৪৭ টি।

মোট শূন্য পদ

৩৪৭ টি (UR- ১৯৫ টি , SC- ২৫ টি, ST- ১৬ টি, OBC- ৮৯ টি, EWS- ২২ টি।

1. পদের নাম

লোয়ার ডিভিশন ক্লার্ক।

মোট শূন্যপদ

৮৪ টি।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে কম্পিউটারে ইংরেজি প্রতি মিনিটে ৩৫ টি শব্দ অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপিং এর গতি থাকতে হবে।

2. পদের নাম

সিনিয়র লাইব্রেরি অ্যাটেনডেন্ড।

মোট শূন্যপদ

৪ টি।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ। সঙ্গে Library Science/ Library and Information Science বিষয়ে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।

পদের নাম

ড্রাইভার গ্রেড ৩।

মোট শূন্যপদ

৯ টি।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানো হয় অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

3. পদের নাম

ইলেকট্রিশিয়ান (Electrician)

মোট শূন্যপদ

২ টি।

শিক্ষাগত যোগ্যতা

মাধ্যমিক পাস সঙ্গে Electrician/ Wireman ট্রেডে ITI পাস করে থাকতে হবে। সঙ্গে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এবং ওয়ারিং এর কাজে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

উপরের প্রতিটি পদের ক্ষেত্রে বয়স সীমা ও বেতন ক্রম একই। তাই উপরে উল্লেখিত প্রতিটি পদের বয়সসীমা ও বেতন ক্রম নিচে দেওয়া হল-

বেতন ক্রম

মূল বেতন ৫২০০/- থেকে ২০,২০০/- টাকা। সঙ্গে গ্রেড পে ১৯০০/- টাকা।

বয়স সীমা

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে।

4. পদের নাম

সিনিয়র একাউন্টেন্ট।

মোট শূন্যপদ

২ টি।

শিক্ষাগত যোগ্যতা

কমার্স/ ইকোনমিক্স অথবা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সংক্রান্ত যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে আবেদনকারীকে ২৪০০ টাকা গ্রেড পে যুক্ত রেগুলার সার্ভিসে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ক্রম

সিনিয়র একাউন্টেন্ট পদে মূল বেতন ৯৩০০/- থেকে ৩৪,৮০০/- টাকা সঙ্গে ৪২০০/- টাকা গ্রেড পে।

বয়স সীমা

আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।

প্রতিক্ষেত্রে বয়স হিসাব করবেন ২২ এপ্রিল, ২০২৩ তারিখের হিসাবে। পাশাপাশি সংরক্ষিত শ্রেণীভুক্ত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

উপরে উল্লেখিত পদগুলি ছাড়াও বিভিন্ন যোগ্যতার আরও ৬০ টি পদ রয়েছে। ওই সমস্ত পদগুলি সম্পর্কে বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন। আরো কয়েকটি পদের নাম হল- সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, এডিটর, বিজনেস ম্যানেজার, সিনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার, টেকনিক্যাল অফিসার, স্টোর অফিসার, মার্কেটিং এক্সিকিউটিভ, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, স্টোর কিপার, লাইট ম্যান, পেইন্টার ইত্যাদি।

আবেদন পদ্ধতি

এইসব পদের ক্ষেত্রে আবেদন করতে হবে সরাসরি অনলাইনে। National Council of Educational Research and Training (NCERT) -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট টি হলো, www.ncert.nic.in , এই ওয়েবসাইটে যাওয়ার পর যে কয়েকটি স্টেপ অনুসরণ করতে হবে সেগুলি হল, announcements > vacancies > non academic and tab.

আবেদন ফী

বিভিন্ন পদ অনুযায়ী আবেদন ফী বিভিন্ন রয়েছে। কোন পদের ক্ষেত্রে কত আবেদন ফী লাগবে তা নিচে দেওয়া হল। তবে তপশিলি জাতি/ উপজাতি/ শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সরকারি কর্মীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ

অনলাইনে আবেদন চলবে ১৯ মে, ২০২৩ তারিখ পর্যন্ত।

Important Links

Official Notice: Download Now
Apply Now: Click Here

Leave a Reply