ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর কর্মী নিয়োগ – Income Tax Secretary Recruitment 2023

Income Tax Secretary Recruitment 2023
Income Tax Secretary Recruitment 2023

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর কর্মী নিয়োগ – Income Tax Secretary Recruitment 2023: সম্প্রতি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে প্রাইভেট সেক্রেটারি, সিনিয়র পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর কর্মী নিয়োগ – Income Tax Secretary Recruitment 2023

সংস্থাইনকাম ট্যাক্স
পদের নামপ্রাইভেট সেক্রেটারি, সিনিয়র পার্সোনাল সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি
শূন্যপদের সংখ্যা
কাজের স্থানবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅফলাইন
আবেদনের শেষ তারিখ৩১.০৫.২০২৩

ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর কর্মী নিয়োগ – Income Tax Secretary Recruitment 2023

Income Tax Secretary Recruitment 2023 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

  • প্রাইভেট সেক্রেটারি- ৩টি পদ
  • সিনিয়র পার্সোনাল সেক্রেটারি- ২টি পদ
  • পার্সোনাল সেক্রেটারি- ৩টি পদ

Income Tax Secretary Recruitment 2023 মেয়াদকাল

প্রাইভেট সেক্রেটারি পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ৩ বছরের মেয়াদের ভিত্তিতে এবং অন্যান্য সমস্ত পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ১ বছরের মেয়াদের ভিত্তিতে নিয়োগ করা হবে।

Income Tax Secretary Recruitment 2023 আবেদনের যোগ্যতা

প্রাইভেট সেক্রেটারি- প্রার্থীদের পেরেন্ট ক্যাডার বা সমতুল্য বিভাগে নিয়মিত ভাবে স্টেনোগ্রাফার বা সমমানের পদে পরিষেবা দিতে হবে।
সিনিয়র পার্সোনাল সেক্রেটারি- আবেদনকারীদের সিনিয়র প্রাইভেট সেক্রেটারি বা প্রাইভেট সেক্রেটারি বা সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেনোগ্রাফার সার্ভিসে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সমমানের স্তরে অন্য কোনও অনুরূপ পদে পরিষেবা দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ইংরেজি স্টেনোগ্রাফিতে ১০০টি শব্দ/মিনিট টাইপের দক্ষতা থাকতে হবে।

পার্সোনাল সেক্রেটারি- যে সকল প্রার্থীরা সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেনোগ্রাফার সার্ভিসের প্রাইভেট সেক্রেটারি বা পারসোনাল অ্যাসিস্ট্যান্ট পদে পরিষেবা দিয়েছেন বা সমমানের স্তরে অন্য কোনও অনুরূপ পরিষেবা দিয়েছেন তাঁরাও আবেদনের যোগ্য। প্রার্থীদের ইংরেজি স্টেনোগ্রাফিতে ১০০টি শব্দ/মিনিট টাইপের দক্ষতা থাকতে হবে।

Income Tax Secretary Recruitment 2023 আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১.০৫.২০২৩ তারিখের পূর্বে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীরা অফলাইনে আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Income Tax Secretary Recruitment 2023 বয়সসীমা

প্রাইভেট সেক্রেটারি পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে এবং অন্যান্য সমস্ত পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৬৩ বছর।

Income Tax Secretary Recruitment 2023 বেতন

প্রাইভেট সেক্রেটারি এবং পার্সোনাল সেক্রেটারি পদে নির্বাচিত প্রার্থীরা পে স্কেল ৭ অনুযায়ী বেতন পাবেন এবং সিনিয়র পার্সোনাল সেক্রেটারি সেক্রেটারি পদে নির্বাচিত প্রার্থীরা পে স্কেল ৮ অনুযায়ী বেতন পাবেন।

Income Tax Secretary Recruitment 2023 আবেদন পদ্ধতি

প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে পাঠাতে হবে এই ঠিকানায়

‘The Registrar, Appellate Tribunal, A Wing, 4th Floor, Lok Nayak Bhawan, Khan Market, New Delhi – 110023’

Leave a Reply