ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান নিয়োগ – Kalimpong Librarian Recruitment 2023

Kalimpong Librarian Recruitment 2023
Kalimpong Librarian Recruitment 2023
Rate this post

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান নিয়োগ – Kalimpong Librarian Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার লাইব্রেরী পক্ষ থেকে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০৫ টি শূন্যপদ রয়েছে। এখানে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ১২ মে ২০২৩ তারিখ পর্যন্ত। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয়, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান নিয়োগ – Kalimpong Librarian Recruitment 2023

নিয়োগ সংস্থাGorkhaland Territorial Administration
পদের নামলাইব্রেরিয়ান
মোট শূন্যপদ০৫ টি
বেতন (₹)২২,৭০০/- থেকে ৫৮,৫০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডইমেইল
স্থানকালিম্পং
ওয়েবসাইটKalimpong.gov.in

রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে লাইব্রেরিয়ান নিয়োগ – Kalimpong Librarian Recruitment 2023

Kalimpong Librarian Recruitment 2023 পদের নাম

কালিম্পং জেলার লাইব্রেরী পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – লাইব্রেরিয়ান।

Kalimpong Librarian Recruitment 2023 মোট শূন্যপদ

Kalimpong Librarian Vacancy 2023-তে সব মিলিয়ে মোট ০৫ টি শূন্যপদ রয়েছে।

Kalimpong Librarian Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। এরসঙ্গে প্রার্থীদের Library and Information Science ডিগ্ৰী করে থাকতে হবে এবং প্রার্থীদের কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের স্থানীয় ভাষায় কথা বলতে জানতে হবে।

Kalimpong Librarian Recruitment 2023 বয়সসীমা

Kalimpong District Library Group -C Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এবং প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও প্রার্থীদের এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

Kalimpong Librarian Recruitment 2023 বেতন

Kalimpong District Librarian Recruitment 2023-তে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Kalimpong Librarian Recruitment 2023 আবেদন পদ্ধতি

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীদের এখানে ইমেইল মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদনকারী প্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে প্রার্থীরা পূরণ করা আবেদনপত্র স্ক্যান করে পিডিএফ ফাইল তৈরি করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আলাদা ভাবে স্ক্যান করে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে। তারপরে ওই দুই টি পিডিএফ ফাইল [email protected] এই ইমেইল আইডি মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে।

Kalimpong Librarian Recruitment 2023 আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।

Kalimpong Librarian Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

Kalimpong District Library Group -C Recruitment 2023 তে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ১২ মে ২০২৩।

Kalimpong Librarian Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

কালিম্পং জেলার লাইব্রেরী পক্ষ থেকে লাইব্রেরিয়ান নিয়োগ ২০২৩ তে আবেদনকারী প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে তারপরে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ মাধ্যমে নির্বাচন করা হবে।

Kalimpong Librarian Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৮.০৪.২০২৩
আবেদন শুরু১৮.০৪.২০২৩
আবেদন শেষ১২.০৫.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

অফিসিয়াল ওয়েবসাইট: Kalimpong.gov.in

Leave a Reply