পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশে HDFC Bank -এ কর্মী নিয়োগ – HDFC Bank Recruitment in West Bengal: আপনি কি ব্যাঙ্কে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন চাকরির সুযোগ। HDFC ব্যাঙ্কে স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদন থেকে। HDFC Bank Office Staff Recruitment 2023
পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশে HDFC Bank -এ কর্মী নিয়োগ – HDFC Bank Recruitment in West Bengal
নিয়োগকারী সংস্থা | BIG MONEY LAND DEVELOPMENT INFRASTRUCTURE LIMITED |
পদের নাম | HDFC Bank Office Staff |
মোট শূন্যপদ | ১৫ টি। |
বেতন (₹) | ১৬,০০০ থেকে ২৫,০০০ |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ১৩ মে, ২০২৩ |
অফিসিয়াল সাইট | ncs.gov.in |
পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশে HDFC Bank -এ কর্মী নিয়োগ – HDFC Bank Recruitment in West Bengal
পদের নাম
HDFC Bank Office Staff
মোট শূন্যপদ
১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা
HDFC Bank Office Staff Recruitment 2023 -তে আবেদন করার জন্য প্রার্থীকে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ (HS Pass) সহ কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা
২৫.০৪.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
বেতন
এই পদে নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ১৮,৫০০ থেকে ২৯,৫০০ টাকা বেতন দেওয়া হবে।
- আরও পড়ুন: মাধ্যমিক পাসে ভারতের সমীক্ষা দপ্তরে Group-C কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি বিভাগে Group-C কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের জেলায় মেডিকেল স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের দপ্তরে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাসে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: WBPSC পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জাহাজ তৈরি কারখানায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের বিদ্যুৎ দপ্তরে চাকরি
- আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীতে হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চাকরি
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে MTS পদে চাকরি
- আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে BSF হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি সিজিএল নিয়োগ 2023
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে বিভিন্ন পদে চাকরি
আবেদন পদ্ধতি
এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নেশানাল ক্যারিয়ার সার্ভিস (NCS) -এর অফিসিয়াল ওয়েবসাইট ncs.gov.in -এ যেতে হবে অথবা এই প্রতিবেদনের নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর Apply অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্র পুরন করে সাবমিট করতে হবে।
অথবা, আপনি সরাসরি HR এর সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে পারেন। HR -এর Contact Details পাবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
নিয়োগ স্থান
পশ্চিমবঙ্গ HDFC ব্যাঙ্কের বিভিন্ন শাখায় শাখায় নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ
আবেদনের শেষে তারিখ আগামী ১৩ মে, ২০২৩ ।
Important Link
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিঙ্ক: Apply Now