ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ – WBMSCL Recruitment 2023

WBMSCL Recruitment 2023
WBMSCL Recruitment 2023
Rate this post

পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ – WBMSCL Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও একটি নতুন চাকরির খবর। পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশন লিমিটেড (WBMSCL) এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ১৪৭ টি শূন্যপদে ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ – WBMSCL Recruitment 2023

নিয়োগ সংস্থাWest Bengal Medical Services Corporation Limited (WBMSCL)
পদের নামবিভিন্ন
মোট শূন্যপদ১৪৭ টি
বেতন (₹)১৫,০০০ – ৬৫,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbmsc.gov.in

পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ – WBMSCL Recruitment 2023

WBMSCL Recruitment 2023 পদের নাম

এখানে পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশন লিমিটেড (WBMSCL) এর পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের নাম নিচে শূন্যপদের বিভাগে উল্লেখ করে রয়েছে।

WBMSCL Recruitment 2023 মোট শূন্যপদ

WBMSCL এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৪৭টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

WBMSCL Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে প্রতিটি পদে আবেদন করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে যথাক্রমে CA, Cost Management, Diploma, Degree, BCA, B.Com, BE/ B.Tech, M.Tech, MCA, M.Com, M.Sc, MBA, Post Graduation করা থাকলেই আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

WBMSCL Recruitment 2023 বয়সসীমা

পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশন লিমিটেড এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে State Infrastructure Consultant (Electrical) এবং State Infrastructure Consultant (Civil) পদে সর্বোচ্চ ৬২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বাকি সকল পদে আবেদন করার সর্বোচ্চ বয়সসীমা হলো ৪০ বছর।

WBMSCL Recruitment 2023 বেতন

প্রতিটি পদে যেমন আবেদন করার জন্য একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, তেমনি প্রতিটি পদের বেতনের পরিমানও একই নয়। পদ অনুযায়ী বেতনের পরিমাণ নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

WBMSCL Recruitment 2023 আবেদন পদ্ধতি

পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশন লিমিটেডে আবেদন করার জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থী wbmsc.gov.in-তে যেতে হবে। তাছাড়া নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রথমে রেজিষ্টেশন বা সাইন আপ করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্র পূরণ করে সাবমিট করতে হবে। এখানে আবেদন করার আগে অবশ্যই একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে দেখবেন।

WBMSCL Recruitment 2023 আবেদন মূল্য

WBMSCL এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই।

WBMSCL Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

WBMSCL Recruitment 2023 এর অফিসিয়াল নোটিস অনুযায়ী এখানে আবেদন করার শেষ তারিখ হলো ১৬ মে, ২০২৩।

WBMSCL Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

WBMSCL Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২৮.০৪.২০২৩
আবেদন শুরু০২.০৫.২০২৩
আবেদন শেষ১৬.০৫.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিঙ্ক: Apply Here

অফিসিয়াল ওয়েবসাইট: wbmsc.gov.in

Leave a Reply