ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ – Damodar Valley Corporation Recruitment 2023

Damodar Valley Corporation Recruitment 2023
Damodar Valley Corporation Recruitment 2023
Rate this post

পশ্চিমবঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ – Damodar Valley Corporation Recruitment 2023: সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আরও একটি বড় চাকরির সুযোগ। দামোদর ভ্যালি কর্পোরেশনের পক্ষ থেকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ৪০ টি শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পশ্চিমবঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ – Damodar Valley Corporation Recruitment 2023

নিয়োগ সংস্থাDamodar Valley Corporation
পদের নামJunior Engineer
মোট শূন্যপদ৪০ টি
বেতন (₹)৩৫,৪০০ – ১,১২,৪০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটwww.dvc.gov.in

পশ্চিমবঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশনে প্রচুর কর্মী নিয়োগ – Damodar Valley Corporation Recruitment 2023

পদের নাম

DVC -এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Damodar Valley Corporation Recruitment 2023 মোট শূন্যপদ

দামোদর ভ্যালি কর্পোরেশনে পক্ষ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে সব মিলিয়ে মোট ৪০ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।

Damodar Valley Corporation Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mechanical/Electrical/Civil/C&l/Communication বিভাগের ৩ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

Damodar Valley Corporation Recruitment 2023 বয়সসীমা

এখানে আবেদন করা জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২৮ বছর বয়সে মধ্যে হতে হবে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

Damodar Valley Corporation Recruitment 2023 বেতন

DVC -তে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৩৫,৪০০/- থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

Damodar Valley Corporation Recruitment 2023 আবেদন পদ্ধতি

আপনারা এখানে দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট dvc.gov.in-তে গিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে DVC এর অফিসিয়াল ওয়েবসাইটে ক্যারিয়ার বিভাগে যেতে হবে। এরপর অনলাইন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। আবেদন মূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট করে রাখতে হবে।

Damodar Valley Corporation Recruitment 2023 আবেদন মূল্য

এখানে আবেদন করা জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য ধার্য করা হয়নি।

Damodar Valley Corporation Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

DVC Junior Engineer Recruitment 2023-তে অনলাইনে মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ২৬ মে ২০২৩।

Damodar Valley Corporation Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

দামোদর ভ্যালিতে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার নিয়মাবলী এবং নম্বর বিভাজন সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

Damodar Valley Corporation Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৫.০৫.২০২৩
আবেদন শুরু০৫.০৫.২০২৩
আবেদন শেষ২৬.০৫.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিঙ্ক: Apply Here

অফিসিয়াল ওয়েবসাইট: dvc.gov.in

Leave a Reply