বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ আবেদন করুন – NTPC AE & ACE Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী বিদ্যুৎ দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিশাল সুখবর। ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে Assistant Executive এবং Assistant Commercial Executive পদে ১২০ জন কর্মী নিয়োগ করা হবে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করতে হবে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে নিজেই বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ আবেদন করুন – NTPC AE & ACE Recruitment 2023
নিয়োগ সংস্থা | ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) |
---|---|
পদের নাম | Assistant Executive, Assistant Commercial Executive |
মোট শূন্যপদ | ১২০ টি |
বেতন (₹) | ৫৫,০০০/- টাকা |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | ntpc.co.in |
বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ আবেদন করুন – NTPC AE & ACE Recruitment 2023
NTPC AE & ACE Recruitment 2023 পদের নাম
এখানে ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর পক্ষ থেকে যে যে পদে নিয়োগ করা হচ্ছে সেগুলো নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে
- Assistant Executive
- Assistant Commercial Executive
NTPC AE & ACE Recruitment 2023 মোট শূন্যপদ
NPTC লিমিট কোম্পানির অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১২০টি শূন্যপদ রয়েছে। পদ ও শ্রেণী ভিত্তিক শূন্যপদের সংখ্যা জানতে নিচের ছকটি দেখুন।
পদের নাম | UR | EWS | OBC | SC | ST | মোট শূন্যপদ |
---|---|---|---|---|---|---|
Assistant Executive | ৪১ | ১০ | ২৭ | ১৫ | ০৭ | ১০০টি |
Assistant Commercial Executive | ১০ | ০১ | ০৫ | ০৩ | ০১ | ২০টি |
- আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ
- আরও পড়ুন: খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: এসএসসি সিএইচএসএল এ 1600 শূন্যপদে চাকরি
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এ নিয়োগ
- আরও পড়ুন: বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে বিশ্বভারতীতে নন টিচিং স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কমিশনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইস্ট কোস্ট রেলওয়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: দক্ষিণ-পূর্ব রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: WBPSC পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
NTPC AE & ACE Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে Assistant Executive পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী থাকতে হবে। Assistant Commercial Executive পদে আবেদন করার জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী থাকতে হবে।
NTPC AE & ACE Recruitment 2023 বয়সসীমা
উপরে উল্লিখিত উভয় পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
NTPC AE & ACE Recruitment 2023 বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
NTPC AE & ACE Recruitment 2023 আবেদন পদ্ধতি
NTPC লিমিটেড কোম্পানিতে Assistant Executive এবং Assistant Commercial Executive পদে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে ntpc.co.in ওয়েবসাইটের ক্যারিয়ার বিভাবে যেতে হবে অথবা সরাসরি আবেদন করতে নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন মূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)।
NTPC AE & ACE Recruitment 2023 আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য ৩০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ST/PwBD/XSM এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য লাগবে না।
NTPC AE & ACE Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার শেষ তারিখ হলো
NTPC AE & ACE Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৯.০৫.২০২৩ |
আবেদন শুরু | ০৯.০৫.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০৫.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিঙ্ক: Apply Here
অফিসিয়াল ওয়েবসাইট: ntpc.co.in