IBPS এর মাধ্যমে ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ – IBPS RRB Clerk Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। ভারতের বিভিন্ন ব্যাংক গুলিতে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলকেশন (IBPS) দ্বারা ক্লার্ক এবং PO সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৮০০০ এরও বেশি শূন্যপদ রয়েছে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।
IBPS এর মাধ্যমে ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ – IBPS RRB Clerk Recruitment 2023
নিয়োগ সংস্থা | Institute of Banking Personal Selection (IBPS) |
---|---|
পদের নাম | ক্লার্ক, PO সহ আরো বিভিন্ন |
মোট শূন্যপদ | ৮৫৯৪ টি |
বেতন (₹) | ১৫,০০০/- থেকে ৪৪,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | www.ibps.in |
IBPS এর মাধ্যমে ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ – IBPS RRB Clerk Recruitment 2023
IBPS RRB Recruitment 2023 পদের নাম
এখানে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলকেশন পক্ষ থেকে যে যে পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- ক্লার্ক।
- PO
- অফিসার স্কেল-2 জেনারেল অফিসার
- অফিসার স্কেল 2 আইটি।
- অফিসার স্কেল 2 CA
- অফিসার স্কেল 2 আইন কর্মকর্তা
- ট্রেজারি অফিসার স্কেল 2
- মার্কেটিং অফিসার স্কেল 2
- কৃষি কর্মকর্তা স্কেল 2
- অফিসার স্কেল 3
IBPS RRB Clerk Recruitment 2023 মোট শূন্যপদ
IBPS RRB অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৮০০০ আরও বেশি শূন্যপদ রয়েছে। পদ ও শূন্যপদে সংখ্যা জানতে নিচে দেখুন।
পদের নাম | মোট শূন্যপদ |
---|---|
ক্লার্ক | ৫৫৩৮ টি |
PO | ২৪৮৫ টি |
অফিসার স্কেল-2 জেনারেল ব্যাংকিং অফিসার | ৩৩২ টি |
অফিসার স্কেল 2 আইটি | ৬৮ টি |
অফিসার স্কেল 2 CA | ২১ টি |
অফিসার স্কেল 2 আইন কর্মকর্তা | ২৪ টি |
ট্রেজারি অফিসার স্কেল | ০৮ টি |
মার্কেটিং অফিসার স্কেল 2 | ০৩ টি |
কৃষি কর্মকর্তা স্কেল 2 | ৬০ টি |
অফিসার স্কেল 3 | ৭৩ টি |
IBPS RRB Clerk Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে ক্লার্ক এবং PO পদে আবেদন করা জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে। অফিসার স্কেল ২ জেনারেল ব্যাংকিং অফিসার পদে আবেদন করা জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ % নাম্বার নিয়ে গ্ৰাজুয়েশন পাস করে থাকতে হবে এছাড়াও প্রার্থীদের ০২ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে। এছাড়াও আরো অন্যান্য পদে শিক্ষাগত যোগ্যতা জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিবেন।
IBPS RRB Clerk Recruitment 2023 বয়সসীমা
এখানে অফিসার স্কেল 3 পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ২১ বছর থেকে ৪০ বছর বয়সে মধ্যে। অফিসার স্কেল 2 পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই ২১ বছর বয়স থেকে ৩২ বছর বয়সে মধ্যে হতে। এছাড়াও আরো অন্যান্য পদে বয়সসীমা জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিবেন।
IBPS RRB Clerk Recruitment 2023 বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে পদ অনুযায়ী আলাদা আলাদা পরিমাণে বেতন দেওয়া হবে। পদ অনুযায়ী বেতন সম্পর্কে নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
ক্লার্ক | ১৫,০০০/- থেকে ২০,০০০/- |
অফিসার স্কেল-1 | ২৯,০০০/- থেকে ৩৩,০০০/- |
অফিসার স্কেল-2 | ৩৩,০০০/- থেকে ৩৯,০০০/- |
অফিসার স্কেল-3 | ৩৮,০০০/- থেকে ৪৪,০০০/- |
IBPS RRB Clerk Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে ক্লার্ক এবং PO সহ আরো বিভিন্ন পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করা জন্য প্রার্থীদের প্রথমে www.ibps.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
IBPS RRB Clerk Recruitment 2023 আবেদন মূল্য
এখানে আবেদন করা জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৮৫০ টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের ১৭৫ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে।
- আরও পড়ুন: কল্যাণী এইমসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্পোর্টস একাডেমিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ
- আরও পড়ুন: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে চাকরি
- আরও পড়ুন: ভারতীয় রেলে পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি
- আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ চলছে
IBPS RRB Clerk Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
এখানে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলকেশন (IBPS) তে অনলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ০১ জুন ২০২৩ তারিখ এবং আবেদন চলবে আগামী ২১ জুন ২০২৩ তারিখ।
IBPS RRB Clerk Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথমে প্রিলিম পরীক্ষা নেওয়া হবে তারপরে প্রার্থীদের মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার নম্বর বিভাজন এবং নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
IBPS RRB Clerk Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ৩১.০৫.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৬.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৬.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিঙ্ক: Apply Here
অফিসিয়াল ওয়েবসাইট: www.ibps.in