ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ – WB Librarian Recruitment 2023

WB Librarian Recruitment 2023
WB Librarian Recruitment 2023

রাজ্যে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ – WB Librarian Recruitment 2023: কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি একটি লাইব্রেরিয়ান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, আবেদন পদ্ধতি সহ নিয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

রাজ্যে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ – WB Librarian Recruitment 2023

WB Recruitment 2023 পদের নাম

Librarian of Rural Library

WB Librarian Recruitment 2023 মোট শূন্যপদ

৩৪ টি। (UR – ১৪ টি, SC – ৭ টি, ST – ২ টি, OBC – ৭ টি. EWS – ৩ টি।)

WB Librarian Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। সেইসঙ্গে, লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স বিষয়ে পাশ আউট সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় জ্ঞান রাখতে হবে। কম্পিউটার অপারেটিং সম্পর্কে সাম্যক ধারণা থাকা আবশ্যক।

WB Librarian Recruitment 2023 মাসিক বেতন

২২,৭০০ টাকা।

WB Librarian Recruitment 2023 বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় রয়েছে।

WB Librarian Recruitment 2023 আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই চাকরির জন্য। অনলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অবশ্যই সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট -এ (www.dlo.coochbeharwb.in) ওয়েবফর্মে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ইমেইল আইডি থাকতে হবে।

WB Librarian Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

WB Librarian Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

২১ জুন, ২০২৩

Important Links

Official Notification: Download Now
Official Website: Apply Now

Leave a Reply