জিএআইএল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ 2023 – GAIL Limited Recruitment 2023: সম্প্রতি জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেডিকেল অফিসার পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
জিএআইএল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ 2023 – GAIL Limited Recruitment 2023
সংস্থা | জিএআইএল ইন্ডিয়া লিমিটেড |
পদের নাম | মেডিকেল অফিসার |
শূন্যপদের সংখ্যা | ১ |
কাজের স্থান | গুজরাত |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | আবেদনের শেষ তারিখ |
জিএআইএল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ 2023 – GAIL Limited Recruitment 2023
GAIL Limited Recruitment 2023 শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
GAIL Limited Recruitment 2023 মেয়াদকাল
প্রার্থীদের প্রাথমিক ভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
GAIL Limited Recruitment 2023 কাজের স্থান
নির্বাচিত প্রার্থীকে এই ঠিকানায়, ‘Occupational Health Centre at Gas Processing Unit, Gandhar, Village: Rozatankaria, Taluka: Amod, District: Bharuch- 392140 (Gujarat)’, নিয়োগ করা হবে।
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২৩: আবেদনের যোগ্যতা
মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় ইন্টার্নশিপ এবং রেজিস্ট্রেশন করা প্রার্থীরা যাঁদের এমবিবিএস ডিগ্রি রয়েছে এবং যাঁরা রাজ্য সরকার কর্তৃক স্বীকৃত ন্যূনতম তিন মাসের জন্য ইন্ডাস্ট্রিয়াল হেলথে সার্টিফিকেট কোর্স করেছেন তাঁরা আবেদনের যোগ্য।
GAIL Limited Recruitment 2023 কাজের অভিজ্ঞতা
ভারতীয় সেনাবাহিনীতে ন্যূনতম ১৫ বছরের চাকরি ডব্লুএলআর বা রাডার অপারেশনের ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা
GAIL Limited Recruitment 2023 নির্বাচন পদ্ধতি
ইন্টারভিউয়ের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। বাছাই প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত বিবরণ সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের যথাসময়ে অবহিত করা হবে।
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরি
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গে এয়ারপোর্টে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ITBP সাব-ইন্সপেক্টর নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় সেনায় চাকরি
- আরও পড়ুন: রাজ্যে লাইব্রেরিয়ান পদে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: IBPS এর মাধ্যমে ক্লার্ক পদে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কল্যাণী এইমসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ কমিউনিকেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্পোর্টস একাডেমিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে লাইব্রেরিয়ান পদে নিয়োগ
- আরও পড়ুন: ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতায় ইস্টার্ন কমান্ডের সদর দপ্তরে চাকরি
- আরও পড়ুন: ভারতীয় রেলে পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড চাকরি
- আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ চলছে
GAIL Limited Recruitment 2023 আবেদনের যোগ্যতা
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা [email protected] ই-মেলের মাধ্যমে সমস্ত প্রাসঙ্গিক ডকুমেন্ট সহ তাঁদের যথাযথ ভাবে পূরণ করা আবেদনপত্র পাঠাতে পারেন।
GAIL Limited Recruitment 2023 আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ৩১.০৫.২০২৩ তারিখ থেকে। প্রার্থীদের ১২.০৬.২০২৩. তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।