ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ 2023 – Indian Post Payment Bank IPPB Recruitment 2023

Indian Post Payment Bank IPPB Recruitment 2023
Indian Post Payment Bank IPPB Recruitment 2023

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ 2023 – Indian Post Payment Bank IPPB Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে চাকরি করতে আগ্রহী তাদের জন্য সুবর্ন সুযোগ। এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের পক্ষ থেকে Executive পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৪৩ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ০৩ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ 2023 – Indian Post Payment Bank IPPB Recruitment 2023

নিয়োগ সংস্থাIndia Post Payment Bank (IPPB)
পদের নামExecutive
মোট শূন্যপদ৪৩ টি
বেতন (₹)১০,০০,০০০ – ২৫,০০,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটippbonline.com

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কর্মী নিয়োগ 2023 – Indian Post Payment Bank IPPB Recruitment 2023

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 পদের নাম

এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক এর পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে, সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Executive (Associate Consultant-IT)
  • Executive (Consultant -IT)
  • Executive (Senior Consultant -IT)

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 মোট শূন্যপদ

IPPB এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৪৩ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা।

পদের নামশূন্যপদের সংখ্যা
Executive (Associate Consultant -IT)৩০ টি
Executive (Consultant -IT)১০ টি
Executive (Senior Consultant -IT)০৩ টি

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে B.Tech/B.E in Computer Science/ Information Technology অথবা Masters of Computer Application স্নাতক অথবা স্নাতকোত্তর পাস করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 বয়সসীমা

এখানে Executive (Associate Consultant-IT) পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ২৪ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর এর মধ্যে হতে হবে। Executive (Consultant -IT) পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ৩০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর এর মধ্যে হতে হবে। এবং Executive (Senior Consultant -IT) পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ৩৫ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছর এর মধ্যে হতে হবে।

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 বেতন

এখানে নির্বাচিত প্রার্থীদের বার্ষিক বেতন কাঠামো নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামবেতন (বার্ষিক)
Executive (Associate Consultant -IT)১০,০০,০০০/-
Executive (Consultant -IT)১৫,০০,০০০/-
Executive (Senior Consultant -IT)২৫,০০,০০০/-

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 আবেদন পদ্ধতি

এখানে IPPB Executive পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অনলাইনে মাধ্যমে আবেদনপত্র ফিলাপ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে আবেদন সম্পন্ন হবে।

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 আবেদন মূল্য

এখানে আবেদন করা জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৭৫০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১৫০ টাকা ধার্য করা হয়েছে।

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

IPPB এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ৩ জুলাই ২০২৩।

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

Indian Post Payment Bank IPPB Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০৬.২০২৩
আবেদন শুরু১৩.০৬.২০২৩
আবেদন শেষ০৩.০৭.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিংক: Apply Here

অফিসিয়াল ওয়েবসাইট: ippbonline.com

Leave a Reply