[ad_1]
নিজস্ব প্রতিবেদন : এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচিয়ে দিতে পারে। যে কারণে বছরভর বিভিন্ন জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে তা সত্ত্বেও দেখা যায় রক্তের চাহিদা সেই ভাবে পূরণ করা সম্ভব হচ্ছে না।
বিশেষ করে দুর্ঘটনা অথবা অন্য কোন কারণে হঠাৎ রক্তের প্রয়োজন হয়ে পড়লে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় রোগীর পরিবার পরিজনদের। এমনকি এই সকল মুহূর্তে সঠিক সময়ে রক্তের যোগান না পাওয়ার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে। এই সকল বিষয়ের দিকে নজর রেখে এবার কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটি উদ্যোগ নেওয়া হল।
রোগীদের অসুবিধার কথা মাথায় রেখে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে CO-WIN অ্যাপে রক্ত এবং অঙ্গদান সম্পর্কিত তথ্য নথিভূক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই অ্যাপ মূলত ব্যবহার করা হয়ে থাকে করোনা টিকা সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য। এই অ্যাপের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে অনন্য নজির সৃষ্টি করেছে। যে কারণে এই অ্যাপটির উপর নির্ভর করেই কেন্দ্র সরকার রক্ত এবং অঙ্গদানের তথ্য প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।
এই বিষয়ে সম্প্রতি ভিভাটেক ২০২২ অনুষ্ঠানে কো-উইন প্ল্যাটফর্মের প্রধান ও জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সিইও আরএস শর্মা জানান, এই প্লাটফর্ম এবার করোনা টিকা সংক্রান্ত তথ্য প্রদানের পাশাপাশি ব্যবহার করা হবে রক্ত, অঙ্গদান এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মাধ্যমে জন্য।
আর এস শর্মার কথা অনুযায়ী, দরকারের সময় অনেকেই জানতে পারেন না আশেপাশে রক্তদান করে কেউ তাদের সাহায্য করবেন কিনা। এছাড়াও জানা যায় না নির্দিষ্ট ব্লাড গ্রুপের রক্ত ব্লাড ব্যাংকে রয়েছে কিনা। এই সমস্ত তথ্য এবার এই অ্যাপে পাওয়ার পাশাপাশি অঙ্গদান সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।
[ad_2]