ফের বোমাতঙ্ক। ভোট মরশুমে স্কুলের ছাদ থেকে উদ্ধার বোমা। আর তাতেই ফের একবার তপ্ত রাজনীতি।দুবরাজপুরে স্কুল চলাকালীন ছাদ থেকে বোমা উদ্ধার করা হয় বলে জানা যাচ্ছে। আদমপুর প্রাইমারি স্কুলের ছাদ থেকে ৪টি তাজা বোমা উদ্ধার করা হয়। পুলিশ গিয়েই সেই বোমাগুলিও উদ্ধার করে অন্যত্র নিয়ে চলে যায়।
তবে পঞ্চায়েত নির্বাচনের আগে স্কুলের ছাদে বোমা রাখার বিষয়টি ভাবাচ্ছে সকল গ্রামবাসীকেই।