ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

জলে থৈথৈ রাস্তা, বোনকে পিঠে চাপিয়ে স্কুল যাচ্ছে খুদে দাদা, দারুণ

জলে থৈথৈ রাস্তা, বোনকে পিঠে চাপিয়ে স্কুল যাচ্ছে খুদে দাদা, দারুণ

[ad_1]

জলে থৈথৈ রাস্তা, বোনকে পিঠে চাপিয়ে স্কুল যাচ্ছে খুদে দাদা, দারুণ

নিজস্ব প্রতিবেদন : বর্তমান সোশ্যাল মিডিয়া এবং ভাইরাল কন্টেন্টের দুনিয়ায় অধিকাংশ মানুষ দীর্ঘ সময় নানান ধরনের ভাইরাল ভিডিও দেখে সময় কাটান। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে এই ধরনের ভিডিওগুলি এখন আমজনতার কাছে বিনোদনের অন্যতম রসদ।

তবে এই সকল ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে অধিকাংশ ভিডিও মজাদার হলেও এমন কিছু ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেগুলি মুখের হাসিটা চওড়া না করলেও মনের ভিতরে আলাদা ভাবে জায়গা করে নেয়। ঠিক সেই রকমই সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে।

ভাইরাল হওয়া এই ভিডিওটি এক খুদে দাদা ও তার খুদে বোনের। খুদে বোনের প্রতি খুদে দাদার ভালোবাসার মুহূর্ত ফুটে উঠেছে এই ভিডিওতে। বাড়িতে ভাই বোনের মধ্যে খুঁটিনাটি লেগে থাকলেও তাদের সম্পর্কের যে গভীরতা তাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ভিডিও। স্বাভাবিকভাবেই এই ভিডিও খুব অল্প সময়ের মধ্যে সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গোটা রাস্তাঘাট জলমগ্ন অবস্থায় রয়েছে। প্রবল বৃষ্টির কারণে এই জলমগ্ন। এমন অবস্থায় ওই খুদে দাদা এবং তার খুদে বোন স্কুলে যাচ্ছিল। প্রথমে রাস্তার ধারে থাকা দোকানের সামনে দিয়ে হেঁটে গেলেও রাস্তা পারাপারের জন্য যখন জলে নামতে হবে তখন ওই খুদে দাদা বোনের পা জলে ভিজতে দেয়নি। সে তাকে পিঠে চাপিয়ে নিয়ে রাস্তা পারাপার করে স্কুলের পথের রওনা দেয়।

উমদা পংক্তিয়া নামে সোশ্যাল মিডিয়ার একটি অ্যাকাউন্ট থেকে মাত্র ২৬ সেকেন্ডের এই ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভাই ও বোনের মধ্যে সম্পর্কে এই পৃথিবীর সুন্দরতম জিনিসগুলির একটি, পবিত্রও বটে।’ ভিডিওটি ২৬ সেকেন্ডের হলেও যেভাবে সোশ্যাল মিডিয়ার দর্শকদের মন জয় করেছে তাতে এই ভিডিও ভাইরাল হতে এক মুহূর্ত সময় নেয়নি।[ad_2]

Leave a Reply