রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল পদে নিয়োগ – West Bengal Health Recruitment 2023: রাজ্য স্বাস্থ্য দফতরের আয়ুষ বিভাগের অধীনে চাকরির সুযোগ। ৪২ জন যোগ প্রশিক্ষক নিয়োগ করবে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরে। শুরু হয়েছে গিয়েছে আবেদন প্রক্রিয়া। স্বাস্থ্য দফতরের ‘আয়ুষ’ বিভাগের অধীনে নেওয়া হবে ‘চুক্তিভিত্তিক’ যোগা ইন্সট্রাক্টর বা যোগ প্রশিক্ষক। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল পদে নিয়োগ – West Bengal Health Recruitment 2023
রাজ্যের স্বাস্থ্য দফতরে পদের সংখ্যা
পশ্চিম মেদিনীপুর জেলায় নেওয়া হবে ৪২ জন কে। যাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ২১ জন মহিলা প্রশিক্ষক নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দফতর।
- পুরুষ প্রশিক্ষক- ২১ (অসংরক্ষিত ১০)
- মহিলা প্রশিক্ষক- ২১ (অসংরক্ষিত ১০)
West Bengal Health Recruitment 2023 আবেদনের তারিখ
জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত।
রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল পদে নিয়োগ আবেদনের প্রক্রিয়া
পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে www.paschimmedinipur.gov.in-এ এই বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং অনলাইন মাধ্যমেই আবেদন করতে হবে প্রার্থীদের।
West Bengal Health Recruitment 2023 আবেদন ফি
জেনারেল বা অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি হিসেবে দিতে হবে ১০০ টাকা এবং সংরক্ষিতদের ৫০ টাকা জমা করতে হবে অনলাইন মাধ্যমেই। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, মেদিনীপুর সদরের আয়ুষ হাসপাতাল-সহ প্রতিটি ব্লকের আয়ুষ সেন্টারগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।
রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল পদে নিয়োগ আবেদনকারীর যোগ্যতা
মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও, WBCYN (West Bengal Council of Yoga and Naturopathy) থেকে অন্তত ১ বছরের কোর্স করতে হবে। WBCYN থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রশিক্ষক হতে হবে। এছাড়াও, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
- আরও পড়ুন: এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ
- আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে হাওড়ার IIEST-তে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে কো অপারেটিভ অ্যাকাউনটেন্ট নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে কোচ-ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ ২০২৩
- আরও পড়ুন: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি
- আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে চাকরি
- আরও পড়ুন: ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ডিফেন্সে কর্মী নিয়োগ
West Bengal Health Recruitment 2023 বয়স
প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় যথারীতি থাকবে।
রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল পদে নিয়োগ বেতনক্রম
পুরুষ প্রশিক্ষকদের মাসে ৩২টি সেশন বা ক্লাস নিতে হবে। ক্লাস পিছু ২৫০ টাকা অর্থাৎ মাসিক ৮ হাজার টাকা বেতন দেওয়া হবে। মহিলা প্রশিক্ষকদের মাসে ২০ টি ক্লাস নিতে হবে। ক্লাস পিছু ২৫০ টাকা অর্থাৎ মাসিক ৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।
West Bengal Health Recruitment 2023 নির্বাচনের প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চুক্তিভিত্তিক এই নিয়োগের ক্ষেত্রে কোনও রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। তবে, শিক্ষাগত যোগ্যতা এবং ডেমোনস্ট্রেশন ও ইন্টারভিউ মিলিয়ে ৫০ নম্বর বরাদ্দ থাকছে। ৫০- এর মধ্যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই নিয়োগ করা হবে। মাধ্যমিকের নম্বরের উপর থাকছে ১৫, ১ বছরের যোগা সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্সের (WBCYN এর) উপর থাকছে ১৫, ডেমোনস্ট্রেশনে ১০ নম্বর এবং ইন্টারভিউ-তে ১০ নম্বর বরাদ্দ থাকছে। আরও বিস্তারিত জানতে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইট দেখে নিন।