ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি – Indian Coast Guard Recruitment 2023: indiancoastguard.gov.in-এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ইন্ডিয়ান কোস্ট গার্ডে দেশব্যাপী বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানের পদগুলি গ্রুপ-A গ্রেডের। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি – Indian Coast Guard Recruitment 2023
ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরির পদ
পদ | শূন্যপদ | যোগ্যতা | বয়স সীমা |
---|---|---|---|
জেনারেল ডিউটি | 25 | কেবলমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথেম্যাটিক্সে 55% এবং 60% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। | 25 বছর পর্যন্ত, তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 Jul 1998 থেকে 30 Jun 2002 তারিখের মধ্যে। |
কমার্শিয়াল পাইলট লাইসেন্স | – | উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথেম্যাটিক্সে 55% নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। সাথে কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকতে হবে। | 25 বছর পর্যন্ত, তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 Jul 1998 থেকে 30 Jun 2004 তারিখের মধ্যে। |
টেক | 20 | কেবলমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স এবং ম্যাথেম্যাটিক্সে 55% এবং ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকতে হবে। | 25 বছর পর্যন্ত, তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 Jul 1998 থেকে 30 Jun 2002 তারিখের মধ্যে। |
ল এন্ট্রি | 1 | 60% নম্বর সহ ল পাশ করে থাকতে হবে। | 30 বছর পর্যন্ত, তবে OBC এবং SC, ST প্রার্থীদের যথাক্রমে 3 এবং 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীদের বয়স হতে হবে 01 Jul 1993 থেকে 30 Jun 2002 তারিখের মধ্যে। |
ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি – Indian Coast Guard Recruitment 2023
Indian Coast Guard Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি আবেদন পদ্ধতি
এখানে ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। এর জন্য https://joinindiancoastguard.cdac.in এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে।
তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য দফতরে বিপুল পদে নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি জুনিয়র ট্রান্সলেটর নিয়োগ 2023
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ
- আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে হাওড়ার IIEST-তে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে কো অপারেটিভ অ্যাকাউনটেন্ট নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে কোচ-ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ ২০২৩
- আরও পড়ুন: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি
- আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে চাকরি
- আরও পড়ুন: ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ডিফেন্সে কর্মী নিয়োগ
Indian Coast Guard Recruitment 2023 আবেদন মূল্য
GEN, OBC, EWS প্রার্থীদের 250 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।
ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-A পদে চাকরি আবেদনের সময়সীমা
আবেদন শুরু 01/09/2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 15/09/2023 তারিখ।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here