ITI Kharagpur Industrial Trainee Recruitment 2021: স্নাতক পাশ হলেই মিলতে পারে খড়গপুর আইআইটি তে চাকরি (স্নাতক পাশে খড়গপুর আইআইটি তে চাকরি)। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। প্রথমে ট্রেনিং দেওয়া হবে, তারপরে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনে আগ্রহী হয়ে থাকলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
পদের নাম: শিল্প প্রশিক্ষণার্থী (Professional/ Industrial Trainee)
শূন্যপদ: 10 টি।
বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ: 25/05/2021
বিজ্ঞপ্তি নং: R/05/2021
চাকরির স্থান: আইআইটি খড়গপুর
আবেদন শুরু: 25/05/2021
আবেদন শেষ: 25/06/2021
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
শিক্ষাগত যোগ্যতা: কমার্স শাখায় স্নাতক হতে হবে। ইন্সটিটিউট অফ চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া (ICAI) অথবা ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া (ICAI) এর অনুমোদিত সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: 30/06/2021 তারিখ অনুযায়ী বয়স হতে হবে 25 বছরের মধ্যে।
বেতন: শুরুতে প্রতি মাসে বেতন 15,000/- টাকা এবং অন্যান্য সুবিধা।
ট্রেনিংয়ের সময়সীমা: 12 মাস
আবেদন পদ্ধতি: আবেদন করতে পারবেন অনলাইন বা অফলাইনে এর মাধ্যমে। www.iitkgp.ac.in এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে পারবেন আগামী 25 জুন পর্যন্ত। অথবা নির্দিষ্ট ফর্মটি প্রিন্ট করে পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় জমা করতে হবে। অফলাইনে আবেদন করতে পারবেন আগামী 30 জুন পর্যন্ত।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Deputy Registrar, E-III, Indian Institute of Technology, Kharagpur- 721302, West Bengal
All Importance Links
Official Website: http://www.iitkgp.ac.in/
Official Notification: Download Now
Official Apply Links: Apply Now