ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ – Hooghly CMOH Recruitment 2023

Hooghly CMOH Recruitment 2023
Hooghly CMOH Recruitment 2023
Rate this post

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ – Hooghly CMOH Recruitment 2023: রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে (CMOH) বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। হুগলি জেলাতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ – Hooghly CMOH Recruitment 2023

পদশূন্যপদযোগ্যতাবয়সসীমাবেতন
ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার4লাইফ সায়েন্স গ্র্যাজুয়েট এবং ম্যানেজমেন্টে ডিগ্রি/ডিপ্লোমা, কম্পিউটার দক্ষতা, পাব্লিক হেলথ অভিজ্ঞতা21-40 বছর35,000 টাকা
ব্লক এপিডেমিওলজিস্ট4লাইফ সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট বা BAMS/BHMS/BUMS ডিগ্রি এবং MPH ডিগ্রি, কম্পিউটার দক্ষতা, পাব্লিক হেলথ অভিজ্ঞতা, Ph.D/M.Phil প্রাধিকৃত21-40 বছর35,000 টাকা
ব্লক ডাটা ম্যানেজার4যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটার ডিগ্রি/ডিপ্লোমা, 3 বছর ডাটা রেকর্ডিং অভিজ্ঞতা21-40 বছর22,000 টাকা
ল্যাবরেটরি টেকনিশিয়ান8উচ্চ মাধ্যমিকে সায়েন্স প্রাধান্যের সাথে DMLT কোর্স, 2 বছর কাজের অভিজ্ঞতা, কম্পিউটার দক্ষতাসর্বোচ্চ 40 বছর22,000 টাকা
মেডিকেল অফিসার6MBBS গ্র্যাজুয়েট এবং 1 বছর ইন্টার্নশিপসর্বোচ্চ 67 বছর60,000 টাকা
স্টাফ নার্স10GNM পাশসর্বোচ্চ 40 বছর25,000 টাকা
কাউন্সেলর10সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েশন, কম্পিউটার দক্ষতা, 2 বছর অভিজ্ঞতা, আঞ্চলিক ভাষায় দক্ষতা21-40 বছর20,000 টাকা
স্পেশালিস্ট মেডিকেল অফিসার40MBBS গ্র্যাজুয়েট এবং বিষয়গুলির MD/DNB ডিগ্রি সহ, প্রতিটি বিভাগে 10 টি শূন্যপদসর্বোচ্চ 67 বছর3,000 টাকা

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ – Hooghly CMOH Recruitment 2023

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

Hooghly CMOH Recruitment 2023 আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ আবেদন মূল্য

জেনারেল, OBC, EWS প্রার্থীদের জন্য 100 টাকা এবং বাকি প্রার্থীদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

Hooghly CMOH Recruitment 2023 আবেদনের সময়সীমা

11/09/2023 এখানে আবেদন করার শেষ দিন।

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ গুরুত্বপূর্ণ তারিখ

  • এখানে আবেদন শুরু 21/08/2023
  • আবেদন শেষ 11/09/2023
  • আবেদন মূল্য দেবার শেষ দিন 15/09/2023 তারিখ।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply