রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ – Hooghly CMOH Recruitment 2023: রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরে (CMOH) বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। হুগলি জেলাতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ – Hooghly CMOH Recruitment 2023
পদ | শূন্যপদ | যোগ্যতা | বয়সসীমা | বেতন |
---|---|---|---|---|
ব্লক পাব্লিক হেলথ ম্যানেজার | 4 | লাইফ সায়েন্স গ্র্যাজুয়েট এবং ম্যানেজমেন্টে ডিগ্রি/ডিপ্লোমা, কম্পিউটার দক্ষতা, পাব্লিক হেলথ অভিজ্ঞতা | 21-40 বছর | 35,000 টাকা |
ব্লক এপিডেমিওলজিস্ট | 4 | লাইফ সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট বা BAMS/BHMS/BUMS ডিগ্রি এবং MPH ডিগ্রি, কম্পিউটার দক্ষতা, পাব্লিক হেলথ অভিজ্ঞতা, Ph.D/M.Phil প্রাধিকৃত | 21-40 বছর | 35,000 টাকা |
ব্লক ডাটা ম্যানেজার | 4 | যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট এবং কম্পিউটার ডিগ্রি/ডিপ্লোমা, 3 বছর ডাটা রেকর্ডিং অভিজ্ঞতা | 21-40 বছর | 22,000 টাকা |
ল্যাবরেটরি টেকনিশিয়ান | 8 | উচ্চ মাধ্যমিকে সায়েন্স প্রাধান্যের সাথে DMLT কোর্স, 2 বছর কাজের অভিজ্ঞতা, কম্পিউটার দক্ষতা | সর্বোচ্চ 40 বছর | 22,000 টাকা |
মেডিকেল অফিসার | 6 | MBBS গ্র্যাজুয়েট এবং 1 বছর ইন্টার্নশিপ | সর্বোচ্চ 67 বছর | 60,000 টাকা |
স্টাফ নার্স | 10 | GNM পাশ | সর্বোচ্চ 40 বছর | 25,000 টাকা |
কাউন্সেলর | 10 | সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েশন, কম্পিউটার দক্ষতা, 2 বছর অভিজ্ঞতা, আঞ্চলিক ভাষায় দক্ষতা | 21-40 বছর | 20,000 টাকা |
স্পেশালিস্ট মেডিকেল অফিসার | 40 | MBBS গ্র্যাজুয়েট এবং বিষয়গুলির MD/DNB ডিগ্রি সহ, প্রতিটি বিভাগে 10 টি শূন্যপদ | সর্বোচ্চ 67 বছর | 3,000 টাকা |
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ – Hooghly CMOH Recruitment 2023
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।
Hooghly CMOH Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ আবেদন মূল্য
জেনারেল, OBC, EWS প্রার্থীদের জন্য 100 টাকা এবং বাকি প্রার্থীদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
Hooghly CMOH Recruitment 2023 আবেদনের সময়সীমা
11/09/2023 এখানে আবেদন করার শেষ দিন।
- আরও পড়ুন: রাজ্যে কো অপারেটিভ অ্যাকাউনটেন্ট নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে কোচ-ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ ২০২৩
- আরও পড়ুন: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি
- আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে চাকরি
- আরও পড়ুন: ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় এয়ারপোর্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ডিফেন্সে কর্মী নিয়োগ
রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে কর্মী নিয়োগ গুরুত্বপূর্ণ তারিখ
- এখানে আবেদন শুরু 21/08/2023
- আবেদন শেষ 11/09/2023
- আবেদন মূল্য দেবার শেষ দিন 15/09/2023 তারিখ।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here