ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি – Hindustan Petroleum Corporation Limited Recruitment 2023

Hindustan Petroleum Corporation Limited Recruitment 2023
Hindustan Petroleum Corporation Limited Recruitment 2023
Rate this post

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি – Hindustan Petroleum Corporation Limited Recruitment 2023: হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) তরফে অনেক গুলো শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি – Hindustan Petroleum Corporation Limited Recruitment 2023

নংপদের নামশূন্যপদ সংখ্যা
1মেকানিক্যাল ইঞ্জিনিয়ার / Mechanical Engineer57
2ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার / Electrical Engineer16
3ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার /Instrumentation Engineer36
4সিভিল ইঞ্জিনিয়ার / Civil Engineer18
5কেমিক্যাল ইঞ্জিনিয়ার / Chemical Engineer43
6সিনিয়র অফিসার- সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন / Senior Officer –City Gas Distribution10
7সিনিয়র অফিসার- LNG Business / Senior Officer -LNG Business2
8Senior Officer/ Assistant Manager –Biofuel Plant Operations1
9Senior Officer/ Assistant Manager – CBG Plant Operations1
10Senior Officer – Sales (Retail/ Lubes/ Direct Sales/ LPG)30
11Senior Officer/ Assistant Manager – Non-Fuel Business4
12Senior Officer -EV Charging Station Business2
13Fire & Safety Officer–Mumbai Refinery2
14Fire & Safety Officer–Visakh Refinery6
15Quality Control (QC) Officers15
16Chartered Accountants16
17Law Officer5
18Law Officers-HR2
19Medical Officer4
20General Manager(O/o Company Secretary)1
21Welfare Officer –Mumbai Refinery1

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি – Hindustan Petroleum Corporation Limited Recruitment 2023

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি যোগ্যতা

এখানে মোট 21 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

Hindustan Petroleum Corporation Limited Recruitment 2023 বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি বেতনক্রম

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 50,000 টাকা থেকে সর্বোচ্চ 2,80,000 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

Hindustan Petroleum Corporation Limited Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

এখানে কম্পিউটার টেস্ট, গ্রুপ টাস্ক এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি আবেদন পদ্ধতি

এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.hindustanpetroleum.com/careers এর ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে আবেদন মূল্য দিয়ে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

Hindustan Petroleum Corporation Limited Recruitment 2023 আবেদন মূল্য

GEN, OBC, EWS প্রার্থীদের 1180 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে চাকরি আবেদনের সময়সীমা

আবেদন শুরু 18/08/2023 তারিখে এবং আবেদনের শেষ দিন 18/09/2023 তারিখ।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply