ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি | Steel Authority of India Limited Recruitment 2023: Steel Authority of India Limited (SAIL) এর একটি ইউনিট হল Durgapur Steel Plant (DSP)। DSP মেন হসপিটালে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার এবং স্পেশালিস্ট নিয়োগ করা হবে। এই নিয়োগটি চুক্তি ভিত্তিক হবে। প্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি | Steel Authority of India Limited Recruitment 2023
GDMO (General Duties Medical Officer):
পদ | GDMO (General Duties Medical Officer) |
---|---|
শূন্যপদ | 7 |
যোগ্যতা | MBBS ডিগ্রি এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট |
বয়সসীমা | 69 বছর বয়স অবধি |
বেতনক্রম | মাসিক 90,000 টাকা |
নিয়োগ পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন পদ্ধতি | ইমেলের মাধ্যমে |
আবেদনের সময়সীমা | 30/10/2023 তারিখ পর্যন্ত |
Specialists:
পদ | Specialists |
---|---|
শূন্যপদ | 8 |
যোগ্যতা | MBBS ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে PG |
বয়সসীমা | 69 বছর বয়স অবধি |
বেতনক্রম | মাসিক ডিপ্লোমা থাকলে মাসিক 1,20,000 টাকা, ডিগ্রি থাকলে 1,60,000 টাকা |
নিয়োগ পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন পদ্ধতি | ইমেলের মাধ্যমে |
আবেদনের সময়সীমা | 30/10/2023 তারিখ পর্যন্ত |
ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি | Steel Authority of India Limited Recruitment 2023
ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে।
Steel Authority of India Limited Recruitment 2023 নিয়োগের সময়সীমা
1 বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি আবেদন পদ্ধতি
ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 5 নং পাতা থেকে আবেদনপত্রটি শুরু হয়েছে।
সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে একটি পিডিএফ বানিয়ে নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
- আরও পড়ুন: রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের স্কুলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: বিদ্যুৎ উৎপাদন দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জল বিদ্যুৎ নিগম লিমিডে কর্মী নিয়োগ 2023
Steel Authority of India Limited Recruitment 2023 আবেদন পাঠানোর মেল
ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি আবেদনের সময়সীমা
30/10/2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
আবেদন করার ফর্ম: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here