মাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | Air India Agent Recruitment 2023: বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়াতে মাধ্যমিক (Madhyamik) পাশে হ্যান্ডিম্যান ও ইউটিলিটি এজেন্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
মাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | Air India Agent Recruitment 2023
পদ | Handyman |
---|---|
মোট শূন্যপদ | 279 |
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস |
বেতন কাঠামো | নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 20,130/- টাকা |
আবেদন পদ্ধতি | আবেদনে যোগ্য প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। |
আবেদন ফি | GEN, OBC, EWS – 500/- টাকা, SC, ST, PWD – কোনরূপ আবেদন ফি নেয়া হবে না |
ইন্টারভিউ স্থান | Sri Jagannath Auditorium, Near Vengoor, Angamaly, Ernakulam, Kerala- 683572 |
ইন্টারভিউ তারিখ | 17, 18, ও 19 অক্টোবর, 2023 |
পদ | Ramp Service Executive |
---|---|
মোট শূন্যপদ | 39 |
শিক্ষাগত যোগ্যতা | NCTVT অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান Motor Vehicle Auto Electrical/ Air Conditioning/ Diesel Mechanic/ Bench Fitter/ Welder – এ ITI Course করা থাকলে |
বেতন কাঠামো | নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে বেতন 23,640/- টাকা |
আবেদন পদ্ধতি | আবেদনে যোগ্য প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। |
আবেদন ফি | GEN, OBC, EWS – 500/- টাকা, SC, ST, PWD – কোনরূপ আবেদন ফি নেয়া হবে না |
ইন্টারভিউ স্থান | Sri Jagannath Auditorium, Near Vengoor, Angamaly, Ernakulam, Kerala- 683572 |
ইন্টারভিউ তারিখ | 17, 18, ও 19 অক্টোবর, 2023 |
মাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | Air India Agent Recruitment 2023
মাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি
আবেদনে যোগ্য প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। ইন্টারভিউ দিন বয়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
- আরও পড়ুন: জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের স্কুলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: বিদ্যুৎ উৎপাদন দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জল বিদ্যুৎ নিগম লিমিডে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্ডিয়া এক্সিম ব্যাংক নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্টেলিজেন্স ব্যুরোয় প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
Air India Agent Recruitment 2023 আবেদন ফি
আবেদন ফি বাবদ GEN, OBC, EWS প্রার্থীদের ক্ষেত্রে 500/- টাকা এবং SC, ST, PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা দেয়া যাবে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে।
মাধ্যমিক পাশে এয়ার ইন্ডিয়ায় কর্মী নিয়োগ ইন্টারভিউ স্থান
Sri Jagannath Auditorium, Near Vengoor, Angamaly, Ernakulam, Kerala- 683572
Air India Agent Recruitment 2023 ইন্টারভিউ তারিখ
17, 18 ও 19 অক্টোবর, 2023
Important Links
Official Notice: Download Now
Official Website: Click Here