জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ | District Court Stenographers Recruitment 2023: রাজ্যের উত্তরবঙ্গের কালিম্পং জেলার ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ-সি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং টাইপিং টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক আবেদন পাঠালে, সেই আবেদন বাতিল করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ | District Court Stenographers Recruitment 2023
পদ | স্টেনোগ্রাফার (Stenographer) |
---|---|
শূন্যপদ | 1 |
শিক্ষাগত যোগ্যতা | উচ্চ মাধ্যমিক পাস এবং স্টেনোগ্রাফি ডিপ্লোমা/সার্টিফিকেট |
কম্পিউটার এবং টাইপিং জ্ঞান | আবশ্যক |
বয়সসীমা | 18 বছর হতে হবে সর্বোচ্চ 40 বছর |
সংরক্ষিত শ্রেণী | বয়সের ছাড় নির্ধারণ অনুযায়ী |
মাসিক বেতন | Rs.13,500/- |
নিয়োগ পদ্ধতি | লিখিত পরীক্ষা |
পরীক্ষার ধাপ | ইংলিশ ভাষার পরীক্ষা, স্টেনোগ্রাফি এবং কম্পিউটার পরীক্ষা |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদন মূল্য | Rs.350/- |
আবেদন সময়সীমা | ১৬ অক্টোবর, ২০২৩ পর্যন্ত |
জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ | District Court Stenographers Recruitment 2023
জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ পদ
স্টেনোগ্রাফার / Stenographer
District Court Stenographers Recruitment 2023 শূন্যপদ
এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।
জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার এবং টাইপিং এই দুই বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।
District Court Stenographers Recruitment 2023 বয়সসীমা
এই পদের জন্য 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ মাসিক বেতন
এই পদের জন্য প্রার্থীকে মাসিক 13,500 টাকা বেতন দেওয়া হবে।
District Court Stenographers Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
এখানে লিখিত পরীক্ষা নিয়ে প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে। প্রথমে ইংলিশ ভাষার পরীক্ষা এবং পরের ধাপে স্টেনোগ্রাফি এবং কম্পিউটার বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে।
জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নিজেদের বায়োডেটা এবং সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে।
এরপর নিজেদের তিন কপি ছবি বসিয়ে পাঠাতে হবে নীচের ঠিকানায়। সাথে জুড়ে দিতে হবে আবেদন মূল্যের একটি ডিমান্ড ড্রাফট।
- আরও পড়ুন: ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের স্কুলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: বিদ্যুৎ উৎপাদন দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: জল বিদ্যুৎ নিগম লিমিডে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্ডিয়া এক্সিম ব্যাংক নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্টেলিজেন্স ব্যুরোয় প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
District Court Stenographers Recruitment 2023 আবেদন জমা দেওয়ার ঠিকানা
The Chairman, District Legal Service Authority (DLSA) Kalimpong, at P.O and District- Kalimpong, Pin Code- 724201
জেলা আদালতে স্টেনোগ্রাফার নিয়োগ আবেদন মূল্য
সকল প্রার্থীদের 350 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
District Court Stenographers Recruitment 2023 আবেদনের সময়সীমা
16 অক্টোবর, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here