ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

হার্ট অফ স্টোনের ট্রেলারে কয়েক সেকেন্ড উপস্থিতি দেখে হতাশ আলিয়া ভক্তরা।

হার্ট অফ স্টোনের ট্রেলারে কয়েক সেকেন্ড উপস্থিতি দেখে হতাশ আলিয়া ভক্তরা।
হার্ট অফ স্টোনের ট্রেলারে কয়েক সেকেন্ড উপস্থিতি দেখে হতাশ আলিয়া ভক্তরা।
Rate this post

শিরোনামে এলেন অভিনেত্রী আলিয়া ভাট। নেপথ্যে অবশ্য ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলার। হলিউডি দুনিয়ায় হাতেখড়ি হলেও পয়লা ঝলকেই নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। তবে ভক্তরা চটেছেন ‘হার্ট অফ স্টোন’-এর ট্রেলারে আলিয়ার ক্ষণিকের উপস্থিতি দেখে।

আড়াই মিনিটের ট্রেলারে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই ম্যাজিক দেখিয়েছেন কাপুরবধূ। খলনায়িকার ভূমিকায় গ্যাল গ্যাডটকে রীতিমতো নাকানি চোবানি খাওয়াতে দেখা গেল আলিয়া ভাটকে! স্বল্প ঝলকেই ‘হার্ট অফ স্টোন’ হাতে বুঝিয়ে দিলেন পুরোটা ওলট-পালট করার মতো ক্ষমতা রাখেন তিনি। ‘হার্ট অফ স্টোন’-এ আলিয়ার চরিত্র যে বেশ গুরুত্বপূর্ণ, ট্রেলারেই তার ইঙ্গিত মিলল। তবে বলিউড অভিনেত্রীর এত স্বল্প উপস্থিতি দেখে নিরাশ হয়েছেন অনুরাগীরা। সেই প্রেক্ষিতেই নেটপাড়ায় চর্চা তুঙ্গে। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন আলিয়া ভাট।

আলিয়া ভাট বলেন, ‘হ্যাঁ, ভক্তরা তো নিরাশ হবেন, সেটাই স্বাভাবিক। তবে আমি খুব একটা চিন্তিত নই। দিনের শেষে গল্পটাই আসল। সিনেমার গল্প কোন দিকে যাচ্ছে এবং তার চূড়ান্ত পর্যায়ে চরিত্রটা কীভাবে বাঁক নিচ্ছে, সেটাই গুরুত্বপূর্ণ।’

Leave a Reply