বেঙ্গলি পোর্টাল: আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স এবার বেঁধে দিল আইসিসি (ICC)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC) বলে দিল যে, এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স হতে হবে পনেরো। তবে জটিল কোনও পরিস্থিতিতে কোনও দেশ যদি অনূর্ধ্ব ১৫ কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক ঘটাতে চায়, তা হলে সেই দেশের বোর্ডকে ICC’র কাছ থেকে অগ্রিম অনুমোদন নিতে হবে। তাই কেবলমাত্র পারফরম্যান্সের জোরেই অনূর্ধ্ব ১৫ কোনও ক্রিকেটারের নিজের জাতীয় দলের অভিষেক হবে না। প্রয়োজন পড়বে আইসিসি’র অনুমোদনের।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
গত শুক্রবার আইসিসি’র তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতেই এই নিয়ম বদলের কথা জানানো হয়। তাতে বলা হয় ক্রিকেট এবং খেলোয়াড়দের স্বার্থেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ন্যূনতম বয়স বেঁধে দেওয়া হচ্ছে। এই নিয়ম পুরুষদের ক্রিকেট, মহিলাদের ক্রিকেট তো বটেই অনূর্ধ্ব- ১৯ পর্যায়েও প্রযোজ্য হবে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ পুলিশে ক্লার্ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হল
যদিও, বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের ১৯৮৯ সালে। মাএ ১৬ বছর ২০৫ দিনে দেশের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন শচীন। তাও আবার পাকিস্তানের বিখ্যাত বোলিং লাইন আপের বিরুদ্ধে। ১৯৮৯ সালের পাকিস্তানের মাটিতে আয়োজিত টেস্ট সিরিজে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছিলেন শচীন তেন্ডুলকার। এখনও পর্যন্ত মাস্টার ব্লাস্টারের সেই রেকর্ড ভাঙতে পারেননি কোনও ভারতীয় ক্রিকেটার। তাই বলাই যায় আইসিসির এই নিয়মের জেরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নিয়ে ক্রিকেট মহলে শোরগোল শুরু হয়ে গেছে।