জল বিদ্যুৎ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ 2023 | SJVN Jal Vidyut Nigam Limited Recruitment 2023: জলবিদ্যুৎ নিগম লিমিটেডের তরফে কর্মী নিয়োগ (Jal Vidyut Nigam Limited Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন। এখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। সঙ্গে কর্মীদের মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
জল বিদ্যুৎ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ 2023 | SJVN Jal Vidyut Nigam Limited Recruitment 2023
পদের নাম | শুন্যপদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | বয়স সীমা | মাসিক বেতন |
---|---|---|---|---|
ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি) | বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর | যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা | অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য | মাসিক 60,000/- টাকা |
জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি) | বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর | যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা | অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য | মাসিক 45,000/- টাকা |
ফিল্ড অফিসার (আর্কিটেকচার) | বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর | যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা | অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য | মাসিক 60,000/- টাকা |
ফিল্ড অফিসার (স্ট্রেটেজিক ম্যানেজমেন্ট/ইন্টারন্যাশনাল বিজনেস) | বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর | যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা | অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য | মাসিক 60,000/- টাকা |
জল বিদ্যুৎ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ 2023 পদের নাম
একই সঙ্গে প্রধান চার ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি)
2. জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি)
3. ফিল্ড অফিসার (আর্কিটেকচার)
4. ফিল্ড অফিসার (স্ট্রেটেজিক ম্যানেজমেন্ট/ ইন্টারন্যাশনাল বিজনেস)
SJVN Jal Vidyut Nigam Limited Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা করে থাকতে হবে।
জল বিদ্যুৎ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ 2023 প্রার্থীর বয়সসীমা
বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
SJVN Jal Vidyut Nigam Limited Recruitment 2023 মাসিক বেতন
ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি) এবং দু ধরনের ফিল্ড অফিসার পদের ক্ষেত্রে মাসিক বেতন 60,000/- টাকা। অন্যদিকে, জুনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার (আইটি) পদের ক্ষেত্রে মাসিক বেতন 45,000/- টাকা।
- আরও পড়ুন: ইন্ডিয়া এক্সিম ব্যাংক নিয়োগ 2023
- আরও পড়ুন: ইন্টেলিজেন্স ব্যুরোয় প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনে শিক্ষক নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতায় জাহাজ নির্মাণ কারখানায় অ্যাপ্রেন্টিস নিয়োগ
- আরও পড়ুন: WBPSC মিসলেনিয়াস নিয়োগ 2023
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে কলকাতা পুলিশে ড্রাইভার নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি
- আরও পড়ুন: কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ
বেঙ্গল কেমিক্যালসে কর্ইন্টার্ন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করলে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজিভারতীয় রেলে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশভোট মিটলেই শুরু হতে পারে Food SI ফর্মফিলাপভারতীয় রেল দিচ্ছে প্রশিক্ষণের সুযোগমী নিয়োগ
অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিন।
2. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
3. এক্ষেত্রে নিজ নিজ বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে।
4. নিজের যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
5. সবশেষে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
SJVN Jal Vidyut Nigam Limited Recruitment 2023 আবেদনের সময়সীমা
আগামী 25/10/2023 তারিখ থেকে 14/11/2023 এর মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |