ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় রেল দিচ্ছে প্রশিক্ষণের সুযোগ

ভারতীয় রেল দিচ্ছে প্রশিক্ষণের সুযোগ।
ভারতীয় রেল দিচ্ছে প্রশিক্ষণের সুযোগ।
Rate this post

ভারতীয় রেল দিচ্ছে প্রশিক্ষণের সুযোগ। ভারতীয় রেলের মাধ্যমে যেকোনো প্রশিক্ষণ যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে ভারতীয় রেলে চাকরিতে আপনি অগ্রাধিকার পাবেন।

প্রশিক্ষণের নাম– অ্যাপ্রেন্টিসশিপ (Apprenticeship)

মোট শূন্যপদ– ৯০৪ টি। (UR- ৪৬৩ টি, SC- ১৩৭ টি, ST- ৬৮ টি, OBC- ২৩৬ টি।)

যেসব ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলি হলো– Fitter, Welder, Carpenter, Painter, Electrician ইত্যাদি।

শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে NCVT/ SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ করতে হবে।

বয়সসীমা– এই প্রশিক্ষণে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। বয়সের হিসাব করবেন ২ আগস্ট, ২০২৩ তারিখের হিসাবে।

স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। অ্যাপ্রেন্টিশিপ নিয়োগের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ শেষে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে, যা ভবিষ্যতে রেলওয়েতে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেবে প্রশিক্ষিত প্রার্থীদের।

আবেদন পদ্ধতি– প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য www.rrchubli.in ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে আবেদনকারীদের।

আবেদনের শেষ তারিখ– ২ আগস্ট, ২০২৩।

Leave a Reply