ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বেঙ্গল কেমিক্যালসে কর্মী নিয়োগ

বেঙ্গল কেমিক্যালসে কর্মী নিয়োগ
বেঙ্গল কেমিক্যালসে কর্মী নিয়োগ
Rate this post

বেঙ্গল কেমিক্যালস এন্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড ভারত সরকারের ঐতিহ্যবাহী একটি সংস্থা। বর্তমানে এই সংস্থা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম– Company Secretary

শিক্ষাগত যোগ্যতা– যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ সহ The Institute of Company Secretaries of India থেকে Company Secretary কোর্স করা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা- আগ্রহী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় উপলব্ধ আছে।

মাসিক বেতন– ৫০,০০০ টাকা + Applicable IDA

আবেদন পদ্ধতি– আবেদনে আগ্রহী প্রার্থীরা সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সংস্থার প্রদত্ত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকত্বের পরিচয়পত্র ইত্যাদি গুরুত্বপূর্ণ কাগজ গুলির সংযুক্ত করে সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে। ।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা– Asst. General Manager (HR & Admin)- I/C, Bengal Chemicals & Pharmaceuticals Ltd. (A Govt. Of India Enterprise), 6, Ganesh Chunder Avenue, Kolkata- 700013

Leave a Reply