খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023 | Food Safety and Standards Authority of India Recruitment 2023: খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে এবার কর্মী নিয়োগ (FSSAI Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে একই সঙ্গে মূলত বিভিন্ন গ্রুপ বি, সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023 | Food Safety and Standards Authority of India Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | Food Safety and Standards Authority of India (FSSAI) |
---|---|
পদের নাম | বিভিন্ন ধরনের গ্রুপ বি, সি লেভেলের পদ |
শিক্ষাগত যোগ্যতা | ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস প্রযোজ্য, উচ্চতর লেভেলের পদে ডিগ্রি প্রযোজ্য |
প্রার্থীর বয়সসীমা | সর্বোচ্চ 56 বছর |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের সময়সীমা | 22 নভেম্বর, 2023 |
খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023 | Food Safety and Standards Authority of India Recruitment 2023
খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023 নিয়োগকারী সংস্থা
খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে তথা Food Safety and Standards Authority of India (FSSAI) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
Food Safety and Standards Authority of India Recruitment 2023 পদের নাম
FSSAI -এর এই নিয়োগে একই সঙ্গে বিভিন্ন ধরনের গ্রুপ বি, সি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। যথা,
1. অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
2. সিনিয়র প্রাইভেট সেক্রেটারি
3. পার্সোনাল সেক্রেটারি
4. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি)
5. অ্যাসিস্ট্যান্ট
6. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট
খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চ লেভেলের পদে আবেদনের জন্য ডিগ্রি পাশ করে থাকতে হবে।
Food Safety and Standards Authority of India Recruitment 2023 প্রার্থীর বয়সসীমা
বয়সের ঊর্ধ্বসীমা 56 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023 মাসিক বেতন
পদ অনুযায়ী মাসিক বেতন ভিন্ন। যেমন, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ও সিনিয়র প্রাইভেট সেক্রেটারি পদের ক্ষেত্রে মাসিক বেতন 47,600/- টাকা, পার্সোনাল সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) পদের ক্ষেত্রে মাসিক বেতন 44,900/- টাকা থেকে শুরু হবে।
অন্যদিকে, অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মাসিক বেতন 35,400/- টাকা এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মাসিক বেতন 19,900/- টাকা থেকে শুরু হবে।
- আরও পড়ুন: ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
Food Safety and Standards Authority of India Recruitment 2023 আবেদন পদ্ধতি
- অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নে প্রদত্ত ডাইরেক্ট অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
- নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিন। অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে অবশ্যই নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
- অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
- সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023 আবেদনের সময়সীমা
আগামী 22 নভেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |
Apply Online | Click Here |