রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023 | ESIC Recruitment 2023: রাজ্য বীমা নিগমের তরফে দুর্দান্ত নিয়োগ (ESIC Job Recruitment 2023) হতে চলেছে। সেক্ষেত্রে এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। মাল্টি টাস্কিং স্টাফ থেকে শুরু করে রয়েছে বিভিন্ন ধরনের ক্লার্ক পদ। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023 | ESIC Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | রাজ্য বীমা নিগম (ESIC) |
---|---|
পদের নাম | মাল্টি টাস্কিং স্টাফ (MTS), লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), আপার ডিভিশন ক্লার্ক (UDC), হেড ক্লার্ক/ অ্যাসিস্ট্যান্ট, সোশ্যাল সিকিউরিটি অফিসার/ ম্যানেজার গ্রেড II/ সুপারিনটেনডেন্ট |
শিক্ষাগত যোগ্যতা | ন্যূনতম মাধ্যমিক পাস প্রযোজ্য, উচ্চতর লেভেলের পদে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য |
প্রার্থীর বয়সসীমা | ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 30 বছর (সরকারি নিয়ম মেনে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে) |
মাসিক বেতন | পদ অনুযায়ী বেতনক্রম বিভিন্ন। সাধারণভাবে MTS পদের জন্য 18,000/- টাকা থেকে শুরু হচ্ছে |
আবেদন পদ্ধতি | অনলাইন |
রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023 | ESIC Recruitment 2023
রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023 নিয়োগকারী সংস্থা
রাজ্য বীমা নিগম তথা ESIC এর তরফ থেকে এই নিয়োগ সংঘটিত হচ্ছে।
ESIC Recruitment 2023 পদের নাম
একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে এখানে। যথা,
1. মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
2. লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
3. আপার ডিভিশন ক্লার্ক (UDC)
4. হেড ক্লার্ক/ অ্যাসিস্ট্যান্ট
5. সোশ্যাল সিকিউরিটি অফিসার/ ম্যানেজার গ্রেড II/ সুপারিনটেনডেন্ট
রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023 মোট শূন্যপদ
একই সঙ্গে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপাতত সব মিলিয়ে 17,000 এরও অধিক শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী।
ESIC Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। উচ্চতর লেভেলের পদে আবেদনের জন্য উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে।
- আরও পড়ুন: খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023 প্রার্থীর বয়সসীমা
ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। সর্বোচ্চ 30 বছর বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়ম মেনে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
ESIC Recruitment 2023 মাসিক বেতন
পদ অনুযায়ী বেতনক্রম বিভিন্ন। সেক্ষেত্রে মাল্টি টাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে মাসিক বেতন 18,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
LDC পদের ক্ষেত্রে 19,900/- টাকা, UDC পদের ক্ষেত্রে 25,500/- টাকা, হেড ক্লার্ক/ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 35,400/- টাকা, সোশ্যাল সিকিউরিটি অফিসার/ ম্যানেজার গ্রেড II/ সুপারিনটেনডেন্ট পদের ক্ষেত্রে বেতন 44,900/- টাকা থেকে শুরু হচ্ছে।
রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
- নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
- নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করতে হবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
- অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
- সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করুন।
- উল্লেখ্য, এখন শুধু নিয়োগের একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি হয়েছে। খুব শীঘ্রই নিয়োগের চূড়ান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে বিস্তারিত আবেদন পদ্ধতি, আবেদনের লিংক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা থাকবে।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |