ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ | WB School Teaching and non-teaching staff Recruitment 2023

WB School Teaching and non-teaching staff Recruitment 2023
WB School Teaching and non-teaching staff Recruitment 2023

ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ | WB School Teaching and non-teaching staff Recruitment 2023: পশ্চিমবঙ্গে স্কুলে টিচিং স্টাফ এর পাশাপাশি নন টিচিং স্টাফ তথা গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ (WB School Group C D Recruitment) করা হচ্ছে। সেক্ষেত্রে নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

Table of Contents

ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ | WB School Teaching and non-teaching staff Recruitment 2023

নিয়োগকারী সংস্থাসরকারি মডেল স্কুল (Govt. Model School)
পদের নামটিচিং স্টাফ (বিভিন্ন বিষয়ে) এবং নন টিচিং স্টাফ (গ্রুপ সি, ডি লেভেলে)
শিক্ষাগত যোগ্যতাসংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
প্রার্থীর বয়সসীমানিয়োগের সময় প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা 62 বছর
নিয়োগ প্রক্রিয়াকোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ
ইন্টারভিউের স্থানVivekananda Sabhagriha, Islampur Sub-Division office attached, Islampur, Uttar Dinajpur
ইন্টারভিউের তারিখ ও সময়09/11/2023 তারিখে সকাল 11 টা

ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ | WB School Teaching and non-teaching staff Recruitment 2023

ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ নিয়োগকারী সংস্থা

পশ্চিমবঙ্গে জেলা লেভেলে এক জেলায় সরকারি মডেল স্কুল (Govt. Model School) এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

WB School Teaching and non-teaching staff Recruitment 2023 পদের নাম

মূলত টিচিং এবং নন টিচিং এই দুটি ক্ষেত্রে নেওয়া হবে কর্মী। টিচিং স্টাফে মূলত যেসব বিষয়ের ওপর নিয়োগ হবে – 

  • English
  • Bengali
  • Geography
  • Physical Science
  • Mathematics

অন্যদিকে, নন টিচিং স্টাফের মধ্যে প্রধানত গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার। সেক্ষেত্রে রিটায়ার্ড কর্মীদের নিয়োগে বিশেষ অগ্রাধীকার দেওয়া হয়েছে।

WB School Teaching and non-teaching staff Recruitment 2023 প্রার্থীর বয়সসীমা

01/07/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 62 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ যেকেউ আবেদন যোগ্য।

ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি

কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে আপনাকে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে হবে। নিজের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট সঙ্গে অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত একেবারে ইন্টারভিউ এর দিন ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হতে হবে।

WB School Teaching and non-teaching staff Recruitment 2023 ইন্টারভিউয়ের স্থান

Vivekananda Sabhagriha, Islampur Sub-Division office attached, Islampur, Uttar Dinajpur

ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ ইন্টারভিউয়ের তারিখ ও সময়

আগামী 09/11/2023 তারিখে সকাল 11 টা থেকে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে।

Important Links

Official NotificationClick Here
Official WebsiteClick Here

Leave a Reply