জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ | District Court Clerk and Group D Recruitment 2023: রাজ্যে একই সঙ্গে ক্লার্ক ও গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ (Clerk Group D Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। মূলত জেলা আদালতে নেওয়া হবে কর্মী। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে শুধুমাত্র অষ্টম কিংবা মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ | District Court Clerk and Group D Recruitment 2023
পদ | শিক্ষাগত যোগ্যতা | প্রার্থীর বয়সসীমা | আবেদন পদ্ধতি | আবেদনের সময়সীমা |
---|---|---|---|---|
বেঞ্চ ক্লার্ক | মাধ্যমিক পাস এবং কম্পিউটার দক্ষতা | কোন বয়স সীমা নেই | অফলাইন | 24/11/2023 |
গ্রুপ ডি পিওন | অষ্টম শ্রেণি পাস | কোন বয়স সীমা নেই | অফলাইন | 24/11/2023 |
ইংলিশ স্টেনোগ্রাফার | মাধ্যমিক পাস এবং কম্পিউটার এবং টাইপিং দক্ষতা | সর্বোচ্চ 62 বছর | অফলাইন | 24/11/2023 |
জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ | District Court Clerk and Group D Recruitment 2023
বেঞ্চ ক্লার্ক
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার চালানোর দক্ষতা থাকা দরকার।
গ্রুপ ডি পিওন
শিক্ষাগত যোগ্যতা
গ্রুপ ডি লেভেলের পিওন পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি পাশ করে থাকতে হবে।
ইংলিশ স্টেনোগ্রাফার
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। কম্পিউটার কাজের জ্ঞান থাকার পাশাপাশি টাইপিং দক্ষতা থাকা দরকার।
- আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রার্থীর বয়সসীমা
বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাধা সীমা নেই। প্রাপ্ত বয়স্ক এবং সর্বোচ্চ 62 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য।
District Court Clerk and Group D Recruitment 2023 আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আবেদনপত্র পাঠাতে হবে।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় তথ্য যেমন, নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা ইত্যাদি তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
3. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করুন নিজের।
4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ আবেদনের সময়সীমা
আগামী 24/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র পেয়ে যাবেন।
Important Links
Official Notification | Click Here |
Official Website | Click Here |