ইন্ডিয়া পোস্ট অফিস নিয়োগ 2023 | India Post Office Recruitment 2023: পোস্ট অফিসে দুর্দান্ত নিয়োগের (Post Office New Recruitment 2023) বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তারা একদম সঠিক জায়গায় এসেছেন। সবথেকে বড় কথা হলো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় যেকেউ অনায়াসেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ইন্ডিয়া পোস্ট অফিস নিয়োগ 2023 | India Post Office Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | ভারতীয় ডাক তথা ইন্ডিয়া পোস্ট |
---|---|
শিক্ষাগত যোগ্যতা | যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। |
প্রার্থীর বয়সসীমা | 18 থেকে 27 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে। |
মাসিক বেতন | নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 19,900/- টাকা থেকে শুরু হচ্ছে। এই বেতন সর্বোচ্চ 63,200/- টাকা হতে পারে। |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের সময়সীমা | 24/11/2023 |
ইন্ডিয়া পোস্ট অফিস নিয়োগ 2023 | India Post Office Recruitment 2023
ইন্ডিয়া পোস্ট অফিস নিয়োগ 2023 নিয়োগকারী সংস্থা
ভারতীয় ডাক তথা ইন্ডিয়া পোস্ট এর তত্ত্বাবধানে ডাক বিভাগ তথা পোস্ট অফিসে কর্মী নিয়োগ করা হবে।
India Post Office Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
ইন্ডিয়া পোস্ট অফিস নিয়োগ 2023 প্রার্থীর বয়সসীমা
18 থেকে 27 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন। রিজার্ভ ক্যাটাগরি যেমন, SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে।
India Post Office Recruitment 2023 মাসিক বেতন
য়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 19,900/- টাকা থেকে শুরু হচ্ছে। এই বেতন সর্বোচ্চ 63,200/- টাকা হতে পারে।
- আরও পড়ুন: জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
ইন্ডিয়া পোস্ট অফিস নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে পোস্ট অফিসের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন।
1. নিম্নে প্রদত্ত ডাইরেক্ট লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নিন।
2. নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে ফেলুন।
3. নিজের নাম, আধার নম্বর, অভিভাবকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ক্যাটাগরি, জন্মতারিখ, জেন্ডার, ইমেল ইত্যাদি তথ্য দেবেন।
4. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।
India Post Office Recruitment 2023 আবেদনের সময়সীমা
আগামী 24/11/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
Important links
Official Notification | Click Here |
Official Website | Click Here |