কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023 | Kalyani AIIMS Recruitment 2023: রাজ্যের একমাত্র AIIMS টি নদিয়া জেলার কল্যাণীতে অবস্থিত। এখানে 74 টি পদে জুনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023 | Kalyani AIIMS Recruitment 2023
পদ | জুনিয়র রেসিডেন্ট / Junior Resident (Non-academic) |
---|---|
শূন্যপদ | 74 |
শিক্ষাগত যোগ্যতা | MBBS পাশ |
বয়সসীমা | সর্বোচ্চ 33 বছর; সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় |
বেতনক্রম | 15,600-39,100 টাকা প্রাথমিক বেতন সহ গ্রেড পে স্কেলে 6,600 টাকা বেতন |
নিয়োগ পদ্ধতি | কেবলমাত্র ইন্টারভিউ |
নিয়োগের সময়সীমা | 6 মাস |
আবেদন পদ্ধতি | ইন্টারভিউ |
আবেদন মূল্য | GEN, OBC, EWS প্রার্থীদের জন্য 1000 টাকা |
ইন্টারভিউয়ের স্থান | Administrative Building, Ground Floor, Welcome center of AIIMS, Kalyani, Pin -741245 |
ইন্টারভিউয়ের তারিখ | 17.11.2023, সকাল 9 টা থেকে রিপোর্ট করতে হবে; ইন্টারভিউ শুরু হবে সকাল 10 টা থেকে |
কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023 | Kalyani AIIMS Recruitment 2023
কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023 পদ
জুনিয়র রেসিডেন্ট / Junior Resident (Non- academic)
Kalyani AIIMS Recruitment 2023 শূন্যপদ
মোট 74 টি শূন্যপদ রয়েছে এখানে।
কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা
জুনিয়র রেসিডেন্ট হিসেবে আবেদন করার জন্য প্রার্থীদের MBBS পাশ করে থাকতে হবে।
Kalyani AIIMS Recruitment 2023 বয়সসীমা
সর্বোচ্চ 33 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023 বেতনক্রম
এখানে প্রার্থীদের মাসিক 15,600-39,100+GP 6,600 টাকা বেতন বাবদ দেওয়া হবে।
Kalyani AIIMS Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
কেবলমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023 নিয়োগের সময়সীমা
6 মাসের মেয়াদে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
- আরও পড়ুন: ইন্ডিয়া পোস্ট অফিস নিয়োগ 2023
- আরও পড়ুন: জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে বীমা কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: খাদ্য সুরক্ষা ও মান দপ্তরে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারতীয় স্টিল অথরিটিতে চাকরি
- আরও পড়ুন: রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে এয়ারপোর্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
Kalyani AIIMS Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে আলাদা করে আবেদন করতে হবে না। নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের 5 নং পাতাতে আবেদনপত্র ফর্মটি রয়েছে। সেটি প্রিন্ট করিয়ে যথাযথভাবে পূরণ করে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে।
কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023 আবেদন মূল্য
কেবলমাত্র GEN, OBC, EWS প্রার্থীদের আবেদন মূল্য বাবদ 1000 টাকা দিতে হবে।
Kalyani AIIMS Recruitment 2023 ইন্টারভিউয়ের স্থান
Administrative Building, Ground Floor, Welcome center of AIIMS, Kalyani, Pin -741245
কল্যাণী AIIMS-এ কর্মী নিয়োগ 2023 ইন্টারভিউয়ের তারিখ
17.11.2023, তারিখের সকাল 9 টায় প্রার্থীদের রিপোর্ট করতে হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল 10 টা থেকে।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here