ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

দিনে ২২টি ওষুধ, ফিসচুলা ছাড়াও অনুব্রতর রয়েছে এই সকল সমস্যা

দিনে ২২টি ওষুধ, ফিসচুলা ছাড়াও অনুব্রতর রয়েছে এই সকল সমস্যা
Rate this post

[ad_1]

দিনে ২২টি ওষুধ, ফিসচুলা ছাড়াও অনুব্রতর রয়েছে এই সকল সমস্যা

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের দাপুটে তৃণমূল নেতাদের মধ্যে প্রথম তালিকায় যার নাম আসে তিনি হলেন অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলকে বছর ভর নানান বিতর্কিত নিদান দিতে দেখা যায়। তার বিতর্কিত নিদান নকুল দানা, ঢাকের চরাম চরাম, ভয়ঙ্কর খেলা হবে, সুটিয়ে লাল করে দেবো ইত্যাদির জন্য যেমন বিতর্ক তৈরি হয় ঠিক তেমনি আবার এই সকল নিদান নিয়ে অনেকে মজাও নেন।

তবে বিতর্কিত এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকা এই দাপুটে তৃণমূল নেতা গত সপ্তাহে গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার আগে তাকে দেখা যায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে যেতে। এমনকি তারপর দিন অর্থাৎ মঙ্গলবার তার বাড়িতে পৌঁছায় বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মেডিকেল টিম। তবে এই সকল চিকিৎসা নিয়ে নানান গুঞ্জনও ছড়াচ্ছে। পাশাপাশি তিনি দক্ষিণ ভারতে চিকিৎসা করাতে যাবেন এমনটাও শোনা যাচ্ছিল।

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ফিসচুলার সমস্যা রয়েছে তা এখন প্রায় প্রত্যেকেই জেনে গিয়েছেন। তিন চারটি ছিল, যেগুলি অপারেশন করা হলেও একটি থেকে যায়। এখন এই একটি নিয়েই সমস্যা তৈরি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তবে এই ফিসচুলার সমস্যা ছাড়াও তার আরও একাধিক সমস্যা রয়েছে।

স্থূলতা জনিত সমস্যা রয়েছে তার অর্থাৎ ওবেসিটিতে ভুগছেন বীরভূমের এই দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তার ওজন ১১২ কেজির বেশি বলেই জানা যাচ্ছে। এছাড়াও তার সিওপিডির সমস্যা রয়েছে। সিওপিডির অর্থ হলো ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ। ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ। এর ফলে অনুব্রত মণ্ডলের মাঝে মাঝেই শ্বাস-প্রশ্বাসের সমস্যা হয়।

শ্বাস প্রশ্বাসের এই সমস্যার কথা মাথায় রেখে নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলের জন্য আলাদা করে ব্যবস্থা করা হয়েছে অক্সিজেন কনসেনট্রেটরের। এছাড়াও অনুব্রত মণ্ডলের হার্টের সমস্যা রয়েছে বলেও জানা যাচ্ছে। তার হার্টের ৭০% ব্লক রয়েছে এমনটাই জানা যাচ্ছে। হার্টের এই ব্লক থাকার কথা তিনি নিজেই জানিয়েছেন। এছাড়াও রয়েছে স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের মধ্যে হঠাৎ কিছুক্ষণের দম বন্ধ হয়ে যাওয়া বা জোরে নাক ডাকা। এর পাশাপাশি তার ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদি সমস্যা রয়েছে।

অনুব্রত মণ্ডলের এই সকল একাধিক সমস্যার কথা মাথায় রেখে দিনে তাকে ২২ টি ওষুধ খেতে হয় বলে জানা যাচ্ছে। দিনে ২২ টি ওষুধ খাওয়ার পাশাপাশি তার ছয় ঘন্টা অন্তর অন্তর নেবুলাইজারের প্রয়োজন হয় এবং স্লিপ অ্যাপনিয়ার জন্য রাতে সি-প্যাপে ঘুমান।

[ad_2]

Leave a Reply