ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ | WB Librarian Recruitment 2023

WB Librarian Recruitment 2023
WB Librarian Recruitment 2023
Rate this post

রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ | WB Librarian Recruitment 2023: পশ্চিমবঙ্গে লাইব্রেরিয়ান কর্মী নিয়োগ (WB Librarian Recruitment 2023) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজ করছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সবথেকে বড় কথা হলো, এখানে আপনারা যেকোনো জেলা প্রান্ত থেকে অনায়াসেই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ | WB Librarian Recruitment 2023

পদলাইব্রেরিয়ান
শিক্ষাগত যোগ্যতাসংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার
প্রার্থীর বয়সসীমাবয়সের ঊর্ধ্বসীমা 65 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন12,000/- টাকা থেকে শুরু হচ্ছে
কর্মী নিয়োগ প্রক্রিয়াসরাসরি ইন্টারভিউ
আবেদন পদ্ধতিসরাসরি ইন্টারভিউ
ইন্টারভিউয়ের তারিখ31 অক্টোবর, 2023

রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ | WB Librarian Recruitment 2023

রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ পদ

লাইব্রেরিয়ান

WB Librarian Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার।

রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ প্রার্থীর বয়সসীমা

বয়সের ঊর্ধ্বসীমা 65 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য। 

WB Librarian Recruitment 2023 মাসিক বেতন

নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 12,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ কর্মী নিয়োগ প্রক্রিয়া

কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে।

WB Librarian Recruitment 2023 আবেদন পদ্ধতি

  • আগের থেকে আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য আবেদন করুন।
  • নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানিয়ে ফেলুন।
  • এক্ষেত্রে বিভিন্ন তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিন।
  • অবশ্যই মনে করে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
  • সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে তা ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে গিয়ে উপস্থিত হতে হবে।

রাজ্যে লাইব্রেরিয়ান নিয়োগ ইন্টারভিউয়ের তারিখ

আগামী 31 অক্টোবর, 2023 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। ইন্টারভিউয়ের ঠিকানা নিচে দেওয়া হয়েছে।

WB Librarian Recruitment 2023 ইন্টারভিউয়ের ঠিকানা

Office of the Principal and Administrator, The Calcutta Homeopathic Medical College & Hospital, Kolkata-700009

Important Links

Official Notice: Download Now

Official Website: Click Here

Leave a Reply