ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ – CAG Group C Recruitment 2023

CAG Group C Recruitment 2023
CAG Group C Recruitment 2023
Rate this post

ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ – CAG Group C Recruitment 2023: কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দপ্তরের অধীনস্থ সংস্থায় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে ১৭৭৩ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ – CAG Group C Recruitment 2023

ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ পদের নাম

Administrative Assistant (Group C)

CAG Group C Recruitment 2023 মোট শূন্যপদ

১৭৭৩ টি।

ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

CAG Group C Recruitment 2023 বয়স

আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ বেতন

পে লেভেল ৭ অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।

CAG Group C Recruitment 2023 আবেদন পদ্ধতি

আবেদনে যোগ্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। পরে ওই পদ্ধতি অবলম্বন করে প্রার্থীদের উল্লেখিত ঠিকানায় স্পিড পোস্টর মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে।

ক্যাগ দপ্তরে গ্রূপ সি কর্মী নিয়োগ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Shri Nilesh Patil, Asstt. C&AG (N)-I, O/o The C&AG of India, 9, Deen Dayal Upadhyaya Marg, New Delhi-110124

CAG Group C Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

১৭ সেপ্টেম্বর, ২০২৩

Important Links

Official Notice: Download Now
Official Website: Click Here 

Leave a Reply