কৃষি দপ্তরে কর্মী নিয়োগ – Agricultural Scientist Board Recruitment 2023: ভারতের সমস্ত চাকরি প্রার্থীদের আরও একটি নতুন চাকরি খবর। কৃষি বিজ্ঞানী নিয়োগ বোর্ডে এর পক্ষ থেকে Principal Scientist এবং Senior Scientist পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৩৬৮ টি শূন্যপদ রয়েছে।
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১,৩১,৪০০/- টাকা থেকে শুরু করে ২,১৮,২০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৮ আগষ্ট ২০২৩ তারিখ থেকে এবং আবেদন চলবে আগামী ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ – Agricultural Scientist Board Recruitment 2023
নিয়োগ সংস্থা | Agricultural Scientist Recruitment Board |
---|---|
পদের নাম | Principal Scientist এবং Senior Scientist |
মোট শূন্যপদ | ৩৬৮ টি |
বেতন (₹) | ১,৩১,৪০০ – ২,১৮,২০০/- |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | asrb.org.in |
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ – Agricultural Scientist Board Recruitment 2023
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ পদের নাম
কৃষি বিজ্ঞানী নিয়োগ বোর্ডে এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Principal Scientist এবং Senior Scientist
Agricultural Scientist Board Recruitment 2023 মোট শূন্যপদ
কৃষি বিজ্ঞানী নিয়োগ বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৩৬৮ টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদে সংখ্যা নিচে ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | শূন্যপদ |
---|---|
Principal Scientist | ৮০ টি |
Senior Scientist | ২৮৮ টি |
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা, মাস্টার ডিগ্ৰি, পিএইচ.ডি কমপ্লিট করে থাকতে হবে।
Agricultural Scientist Board Recruitment 2023 বয়সসীমা
এখানে Principal Scientist পদে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৫২ বছর বয়সের মধ্যে হতে হবে এবং Senior Scientist পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৪৭ বছর বয়সে মধ্যে হতে হবে।
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের যে পরিমাণ বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
পদের নাম | বেতন (₹) |
---|---|
Principal Scientist | ১,৪৪,২০০/- থেকে ২,১৮,২০০/- |
Senior Scientist | ১,৩১,৪০০/- থেকে ২,১৭,১০০/- |
Agricultural Scientist Board Recruitment 2023 আবেদন পদ্ধতি
কৃষি বিজ্ঞানী নিয়োগ বোর্ডে Principal Scientist এবং Senior Scientist পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি ফিলাপ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হলে রেফারেন্স এর জন্য আবেদন নম্বরটি প্রিন্ট আউট করে নিজেদের কাছে ভালো করে রাখতে হবে।
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১,৫০০/- টাকা ধার্য করা হয়েছে। সংরক্ষিত শ্রেনীর প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।
Agricultural Scientist Board Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
কৃষি বিজ্ঞানী নিয়োগ বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ০৮ সেপ্টেম্বর ২০২৩
- আরও পড়ুন: NTRO মোটর ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-ডি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি
- আরও পড়ুন: Ircon ইন্টারন্যাশনাল লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবক নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরি 2023
- আরও পড়ুন: রাজ্যে রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষক ও গ্রুপ ডি কর্মী নিয়োগ
কৃষি দপ্তরে কর্মী নিয়োগ নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
Agricultural Scientist Board Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৭.০৮.২০২৩ |
আবেদন শুরু | ১৮.০৮.২০২৩ |
আবেদন শেষ | ০৮.০৯.২০২৩ |
Important links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিংক: Apply Here
অফিসিয়াল ওয়েবসাইট: asrb.org.in