ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ – Ramakrishna Mission Group-D Recruitment 2023

Ramakrishna Mission Group-D Recruitment 2023
Ramakrishna Mission Group-D Recruitment 2023
Rate this post

রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ – Ramakrishna Mission Group-D Recruitment 2023: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে গ্রুপ-ডি (Group-D) কর্মী নিয়োগ করা হবে। এই পদের নিয়োগটি সম্পূর্ণ স্থায়ী নিয়োগ। চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

Table of Contents

রাজ্যের রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ – Ramakrishna Mission Group-D Recruitment 2023

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ

ল্যাব অ্যাটেন্ডেন্ট / Lab. Attendant (গ্রুপ-D)

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ মাসিক বেতন

ROPA, 2019 এর নিয়ম অনুযায়ী প্রার্থীদের বেতন দেওয়া হবে এখানে।

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ বয়সসীমা

18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ শিক্ষাগত যোগ্যতা

ক্লাস এইট পাশ করে থাকা সকল পুরুষ প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন।

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ শূন্যপদ

এই গ্রুপ ডি পদের জন্য 1 টি শূন্যপদ রয়েছে।

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ নিয়োগ পদ্ধতি

40 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তির ৩ নম্বর পেজে দেওয়া আছে। তাই আপনি নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে ডাউনলোড করে পরীক্ষার সিলেবাসের বিষয়টি ভালো করে জেনে নিতে পারবেন। 

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ আবেদন পদ্ধতি

এখানে অফলাইন মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে। এর জন্য www.rkmissionrahara.org ওয়েবসাইটে গিয়ে আবেদনের ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে হবে।

তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটির সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে ফর্মটিকে নীচের ঠিকানায় হাতে করে দিয়ে আসতে হবে। সাথে ক্যাশে দিতে হবে আবেদন মূল্য।

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ আবেদন মূল্য

  • Unreserved Category – 500 টাকা
  • SC, ST, OBC-A & B – 400 টাকা
  • PH Category – 300 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ আবেদন পাঠাবার ঠিকানা

রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুলে পূরণ করা আবেদনপত্রটি হাতে করে জমা করে দিয়ে আসতে হবে।

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে

06/08/2023 থেকে 19/08/2023 তারিখ পর্যন্ত।

আবেদন জমা

07/08/2023 থেকে 22/08/2023 তারিখ পর্যন্ত।

রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D নিয়োগ আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

1) শিক্ষাগত যোগ্যতার নথি

2) ফটো আইডেন্টিটির প্রমাণ।

3) রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

4) বয়সের প্রমাণ।

5) কাস্ট সার্টিফিকেট।

6) ইন-সার্ভিসের প্রমাণ, যদি প্রযোজ্য হয়।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply