ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Eastern Railway Recruitment 2023: ভারতীয় রেলের তরফে লোকো পাইলট ও ট্রেন ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Eastern Railway Recruitment 2023
ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ পদের নাম
Train Manager, Assistant Loco Pilot
Eastern Railway Recruitment 2023 মোট শূন্যপদ
৬৮৯ টি
ভারতীয় রেলে কর্মী নিয়োগ শূন্যপদের বিন্যাস
Post Name | No of Posts |
---|---|
Tech-III(Tele) | 21 |
Tech-III(Signal) | 17 |
Tech-III(EMU) | 20 |
Tech-III Elect/Train Lighting | 5 |
Tech-III Elect/Power | 3 |
Tech-III (General)/Elect | 1 |
Tech-III (Fitter)/ Mech. C&W | 8 |
Tech-III(Dsl.)/ Mech | 7 |
Tech-III/Dsl./Elect | 4 |
Tech-III/Fitter/Loco | 1 |
Assistant Loco Pilot | 390 |
Tech-III(Tele) | 4 |
Tech-III(Signal) | 8 |
JE (Tele) | 5 |
JE(Signal) | 6 |
JE (Permanent Way) | 18 |
JE (Works) | 18 |
JE(Bridge) | 6 |
JE/Elect/TRS | 13 |
JE/Elect/EMU | 8 |
JE/Elect/TRD | 10 |
JE/Elect/General Service | 8 |
JE /Carriage & Wagon | 2 |
JE/Mech/ (Power)/ Loco | 6 |
JE/Diesel Mechanical | 10 |
JE/Diesel Electrical | 7 |
Train Manager | 83 |
Eastern Railway Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
উপরে উল্লেখিত পদগুলির ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশনে আলাদা আলাদা পদ অনুযায়ী সম্পূর্ণ যোগ্যতা উল্লেখ করা আছে।
ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ বয়সসীমা
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী।
Eastern Railway Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
কম্পিউটার ব্রেসেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ নিয়োগ স্থান
আসানসোল, কলকাতা, মালদা ও হাওড়া।
Eastern Railway Recruitment 2023 আবেদন পদ্ধতি
আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আরও পড়ুন: রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রাজ্যে জেল পুলিশ নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক নিয়োগ
- আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই পোষ্ট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে সমাজ কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে পৌরসভায় গ্রুপ-সি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের CMOH-এর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় বীমা কোম্পানিতে প্রচুর শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি
- আরও পড়ুন: পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ আবেদনের শেষ তারিখ
৩০ আগষ্ট, ২০২৩
Important Links
Official Notice: Download Now
Apply Now: Click Here