ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Eastern Railway Recruitment 2023

Eastern Railway Recruitment 2023
Eastern Railway Recruitment 2023

ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Eastern Railway Recruitment 2023: ভারতীয় রেলের তরফে লোকো পাইলট ও ট্রেন ম্যানেজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ – Eastern Railway Recruitment 2023

ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ পদের নাম

Train Manager, Assistant Loco Pilot

Eastern Railway Recruitment 2023 মোট শূন্যপদ

৬৮৯ টি

ভারতীয় রেলে কর্মী নিয়োগ শূন্যপদের বিন্যাস

Post NameNo of Posts
Tech-III(Tele)21
Tech-III(Signal)17
Tech-III(EMU)20
Tech-III Elect/Train Lighting5
Tech-III Elect/Power3
Tech-III (General)/Elect1
Tech-III (Fitter)/ Mech. C&W8
Tech-III(Dsl.)/ Mech7
Tech-III/Dsl./Elect4
Tech-III/Fitter/Loco1
Assistant Loco Pilot390
Tech-III(Tele)4
Tech-III(Signal)8
JE (Tele)5
JE(Signal)6
JE (Permanent Way)18
JE (Works)18
JE(Bridge)6
JE/Elect/TRS13
JE/Elect/EMU8
JE/Elect/TRD10
JE/Elect/General Service8
JE /Carriage & Wagon2
JE/Mech/ (Power)/ Loco6
JE/Diesel Mechanical10
JE/Diesel Electrical7
Train Manager83

Eastern Railway Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

উপরে উল্লেখিত পদগুলির ক্ষেত্রে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অফিসিয়াল নোটিফিকেশনে আলাদা আলাদা পদ অনুযায়ী সম্পূর্ণ যোগ্যতা উল্লেখ করা আছে।

ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ বয়সসীমা

আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী।

Eastern Railway Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

কম্পিউটার ব্রেসেড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ নিয়োগ স্থান

আসানসোল, কলকাতা, মালদা ও হাওড়া।

Eastern Railway Recruitment 2023 আবেদন পদ্ধতি

আবেদনে যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ আবেদনের শেষ তারিখ

৩০ আগষ্ট, ২০২৩

Important Links

Official Notice: Download Now
Apply Now: Click Here 

Leave a Reply