ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ – WBPDCL Apprentice Recruitment 2023

WBPDCL Apprentice Recruitment 2023
WBPDCL Apprentice Recruitment 2023

মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ – WBPDCL Apprentice Recruitment 2023: ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL) হল হল রাজ্য সরকারের অধীনস্থ একটি অন্যতম প্রধান পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এখানে অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ – WBPDCL Apprentice Recruitment 2023

Technician Apprentice:

পদের নামশূন্যপদ (ট্রেড)যোগ্যতাবয়সসীমাবেতনক্রম
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসMechanical – 12, Electrical – 10, Instrumentation / Electronics – 5, Mining – 3B.Tech in Relevant Subject25 বছর সর্বোচ্চ (সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়স ছাড় প্রযোজ্য)৯,০০০ টাকা (মাসিক)

Diploma Apprentice:

পদের নামশূন্যপদ (ট্রেড)যোগ্যতাবয়সসীমাবেতনক্রম
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসMechanical – 13, Electrical – 10, Instrumentation / Electronics – 6ITI Diploma in Relevant Subject24 বছর সর্বোচ্চ (সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়স ছাড় প্রযোজ্য)৮,০০০ টাকা (মাসিক)

মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ নিয়োগ পদ্ধতি

ITI তে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে।

WBPDCL Apprentice Recruitment 2023 নিয়োগের সময়সীমা

এক বছরের চুক্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশে বিদ্যুৎ দপ্তরে অ্যাপ্রেন্টিস নিয়োগ আবেদন পদ্ধতি

এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য www.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এ্রর পরে প্রার্থীরা www.wbpdcl.co.in এর ‘Careers Section’ এ গিয়ে, ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।

WBPDCL Apprentice Recruitment 2023 আবেদনের তারিখ

আবেদনের শুরুর তারিখ: 01/08/2023

আবেদনের শেষের তারিখ: 21/08/2023

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply