[ad_1]
মালাইকা অরোরা (Malaika Arora)-র পাশে তাবড় বলিউড নায়িকাদের স্টাইল ফিকে হয়ে যায়। কেরিয়ারের শুরুতে এতটা স্টাইলিশ না হলেও পরবর্তীকালে নিজেকে যথেষ্ট গ্রুম করেছেন মালাইকা। আরবাজ খান (Arbaaz Khan)-এর সাথে বিবাহ বিচ্ছেদ তাঁকে নিজেকে নিয়ে ভাবার সময় দিয়েছে। প্রতিনিয়ত ট্রোল সহ্য করতে করতেই একদিন মালাইকা বলেছেন, হলিউড তারকাদের মতো পোশাক পরলে বলিউড তারকারা ট্রোলড হন। অথচ হলিউড তারকারা প্রশংসিত হন। তবে শুধু পাশ্চাত্য নয়, ভারতীয় পোশাকেও নজর কাড়তে জানেন মালাইকা। সম্প্রতি তাঁর কয়েকটি ছবি ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে সাদা রঙের ট্রান্সপারেন্ট শাড়ি। শাড়িটি সিকুইনড। তার সাথে স্প্যাগেটি স্লিভ ব্লাউজ পরেছেন মালাইকা। ব্লাউজের সামনের অংশটি রাফলড। ব্লাউজটি ডিপ নেক। শাড়ির সাথে মালাইকার কানে রয়েছে মুক্তোর বিগ স্টাড। চুলে বাঁধা রয়েছে মেসি বান। ফ্রিঞ্জ এসে পড়েছে মালাইকার মুখের দুই পাশে। মেকআপ লেটেস্ট ট্রেন্ড মেনে মিনিমাল। মালাইকার হাতে রয়েছে সিলভার রঙের ক্লাচ। এটি ছিল ‘দাদাসাহেব ফালকে’ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মালাইকার লুক।
[ad_2]