ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ – Metro Rail Recruitment 2023

Metro Rail Recruitment 2023
Metro Rail Recruitment 2023

মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ – Metro Rail Recruitment 2023: ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ) এ 600 এর বেশি পদে কর্মী নিয়োগ করা হবে। নূন্যতম মাধ্যমিক যোগ্যতাতেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। ইস্টার্ন রেলওয়ে, মেট্রো রেলওয়ে এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের নিয়মিত কর্মচারীরা এখানে আবেদন করতে পারবেন। অ্যাসিস্টেন্ট লোকো পাইলট, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ট্রেন ম্যানেজার পদে নিয়োগ করা হবে এখানে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

মেট্রো রেলে প্রচুর কর্মী নিয়োগ – Metro Rail Recruitment 2023

1) GROUP-I (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে:

পদের নাম (Position)শূন্যপদ (Vacancies)
টেকনিশিয়ান III Tele (Technician III Tele)2 টি
টেকনিশিয়ান III Signal (Technician III Signal)17 টি
টেকনিশিয়ান III EMU (Technician III EMU)20 টি
টেকনিশিয়ান III Elect/Train Lighting5 টি
টেকনিশিয়ান III Elect/Power (Technician III Elect/Power)3 টি
জেনারেল/ Elect (General/ Elect)1 টি
ফিটার (Fitter)8 টি
ডিজেল (Dsl.)7 টি
ডিজেল/ Elect (Dsl./Elect)4 টি
III/ ফিটার/ Loco (III/Fitter/Loco)1 টি
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (Assistant Loco Pilot)390 টি

Metro Rail Recruitment 2023 শূন্যপদ

এখানে মোট 477 টি শূন্যপদ রয়েছে।

Metro Rail Recruitment 2023 যোগ্যতা

মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ITI কোর্স করে থাকতে হবে প্রার্থীদের।

Metro Rail Recruitment 2023 বেতনক্রম

এখানে প্রার্থীদের পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

2) GROUP-I (Metro) তে যেসব পদে নিয়োগ হবে

GROUP-I (Metro) তে যেসব পদে নিয়োগ হবে, তা হল-

পদের নাম (Position)শূন্যপদ (Vacancies)
টেকনিশিয়ান-III টেলে (Technician-III Tele)4 টি
টেকনিশিয়ান-III সিগনাল (Technician-III Signal)8 টি

Metro Rail Recruitment 2023 শূন্যপদ

এখানে মোট 12 টি শূন্যপদ রয়েছে।

Metro Rail Recruitment 2023 যোগ্যতা

মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ITI কোর্স করে থাকতে হবে প্রার্থীদের।

Metro Rail Recruitment 2023 বেতনক্রম

এখানে প্রার্থীদের পে লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে।

3) GROUP-II (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে

GROUP-II (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে তা হল-

পদের নাম (Position)শূন্যপদ (Vacancies)
জুনিয়র ইঞ্জিনিয়ার টেলে (Junior Engineer Tele)5 টি
জুনিয়র ইঞ্জিনিয়ার সিগনাল (Junior Engineer Signal)6 টি
পারমানেন্ট ওয়ে (Permanent Way)18 টি
ওয়ার্কস (Works)18 টি
ব্রিজ (Bridge)6 টি
ইলেক্ট/টিআরএস (Elect/ TRS)13 টি
ইএমইউ (EMU)8 টি
টিআরডি (TRD)10 টি
জেনারেল সার্ভিস (General Service)8 টি
ক্যারিজ এন্ড ওয়াগন (Carriage & Wagon)2 টি
লোকো (Loco)6 টি
ডিজেল মেকানিক্যাল (Diesel Mechanical)10 টি
ডিজেল ইলেক্ট্রিক্যাল (Diesel Electrical)7 টি

Metro Rail Recruitment 2023 শূন্যপদ

এখানে মোট 117 টি শূন্যপদ রয়েছে।

Metro Rail Recruitment 2023 যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

Metro Rail Recruitment 2023 বেতনক্রম

এখানে প্রার্থীদের পে লেভেল 6 অনুসারে বেতন দেওয়া হবে।

4) GROUP-III (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে

GROUP-III (E.Rly) তে যেসব পদে নিয়োগ হবে, তা হল- ট্রেন ম্যানেজার / Train Manager

Metro Rail Recruitment 2023 শূন্যপদ

এখানে মোট 83 টি শূন্যপদ রয়েছে।

Metro Rail Recruitment 2023 যোগ্যতা

যে কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে প্রার্থীদের।

Metro Rail Recruitment 2023 বেতনক্রম

এখানে প্রার্থীদের পে লেভেল 5 অনুসারে বেতন দেওয়া হবে।

Metro Rail Recruitment 2023 বয়সসীমা

উপরের সমস্ত পোস্টের জন্যই সর্বোচ্চ 42 বছর বয়স ধার্য্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

Metro Rail Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

Metro Rail Recruitment 2023 আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য RRC-ER website এ গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করতে হবে।

Metro Rail Recruitment 2023 আবেদনের তারিখ

30 অগাস্ট, 2023 এখানে আবেদন করার শেষ দিন।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply