ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক পাশে আসাম রাইফেলে বিভিন্ন পদে চাকরি 2023 – Assam Rifles Recruitment 2023 Apply Now

Assam Rifles Recruitment 2023 Apply Now
Assam Rifles Recruitment 2023 Apply Now
Rate this post

মাধ্যমিক পাশে আসাম রাইফেলে বিভিন্ন পদে চাকরি 2023 – Assam Rifles Recruitment 2023: আসাম রাইফেলে নিয়োগ করা হবে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসাম রাইফেল কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি ডিপার্টমেন্ট। অর্থাৎ এখানে যাঁরা চাকরি পাবেন, তাঁদের কেন্দ্রীয় হারে বেতন এবং ডিএ দেওয়া হবে। আসুন দেখে নেওয়া যাক কোন পদে নিয়োগ হবে, যোগ্যতা, বয়স, আবেদনের তারিখ ইত্যাদি সম্পর্কে।

মাধ্যমিক পাশে আসাম রাইফেলে বিভিন্ন পদে চাকরি 2023 – Assam Rifles Recruitment 2023

যে সব পদে নিয়োগ হবে

টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান (Technical and Tradesmen) 

মোট শূন্যপদের সংখ্যা

মোট ৬১৬ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। তবে এখানে সারা দেশে নিয়োগ করা হবে। তাই রাজ্যভিত্তিক শূন্যপদের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট ১২ টি শূন্যপদ আছে। এর মধ্যে General – ৫ টি এবং Reserved পদের সংখ্যা – ৭ টি।

যেসমস্ত ট্রেডে নিয়োগ হবে

Clerk, Religious Teacher, Electrician, Plumber, Female Safai, Cook

যোগ্যতা

অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আলাদা আলাদা পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা লাগবে।

১. Trade – Bridge and Road

মাধ্যমিক পাশ এবং Civil Engineering এ ডিপ্লোমা।

২. Trade – Religious Teacher

সংস্কৃত বা হিন্দিতে গ্র্যাজুয়েশন।

৩. Trade – Clerk

উচ্চমাধ্যমিক পাশ এবং হিন্দি বা ইংলিশে টাইপিং এর দক্ষতা।

উপরের এই তিনটি পদ ছাড়া বাকি পদের জন্য মাধ্যমিক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

বয়স

উপরে উল্লেখিত পদগুলির ক্ষেত্রে আলাদা আলাদা বয়সক্রম রয়েছে। তবে ১৮-২৭ বছর যথাক্রমে নিম্নসীমা এবং উচ্চসীমা ধার্য্য করা হয়েছে। তবে Reserved প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

১. ইচ্ছুক প্রার্থীদের কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া আছে। 

২. আসাম রাইফেলের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।

৩. রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার দিতে হবে।

৪. এরপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে।

৫. সমস্ত তথ্য প্রদান করা হলে অনলাইনে আবেদনমূল্যটি দিয়ে দিতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হবে।

আবেদন ফি

এখানে আবেদন করতে গেলে ২০০ টাকা আবেদনমূল্য দিতে হবে। টাকাটি নেট ব্যাঙ্কিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে হবে।

আবেদনের সময়সীমা

১৯ মার্চ, ২০২৩ তারিখের আগে আবেদন করে ফেলতে হবে।

Important Link

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আবেদন করার লিংক: Apply Now

Leave a Reply