রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ – Municipal Corporation Accountant Recruitment 2023: কলকাতা পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানকার নিয়োগটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক হবে। কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ – Municipal Corporation Accountant Recruitment 2023
রাজ্যের পৌরসভায় নিয়োগ পদ
অ্যাকাউন্টেন্ট / Accountant
Municipal Corporation Accountant Recruitment 2023 শূন্যপদ
এখানে মোট 17 টি শূন্যপদ রয়েছে।
রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,
1) পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আঞ্চলিক ভাষার জ্ঞান থাকতে হবে।
2) কমার্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে।
3) সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
Municipal Corporation Accountant Recruitment 2023 বয়সসীমা
1 জানুয়ারি, 2023 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ মাসিক বেতন
প্রতি মাসে 26,000 টাকা করে প্রার্থীদের বেতন দেওয়া হবে।
Municipal Corporation Accountant Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা , কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নির্বাচিত করা হবে। শিক্ষাগত যোগ্যতাতে 45 নম্বর থাকবে। সব মিলিয়ে মোট 100 নম্বরের মধ্যে প্রার্থীদের নম্বর দেওয়া হবে এবং মেধা তালিকা প্রস্তুত করা হবে।
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ ডিফেন্সে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন শুরু ২৩ আগষ্ট
- আরও পড়ুন: বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: NTRO মোটর ট্রান্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ 2023
রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের 4 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে।
ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
Municipal Corporation Accountant Recruitment 2023 আবেদন জমা দেওয়ার ঠিকানা
“Chief Municipal Health Officer/Secretary, Kolkata City NUHM Society” CMO Bldg. 5, S.N. Banerjee Road, Kolkata-700013.
রাজ্যের পৌরসভায় অ্যাকাউন্টেন্ট নিয়োগ আবেদনের সময়সীমা
9 সেপ্টেম্বর, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
আবেদন করার ফর্ম: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here